হবিগঞ্জ, ১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে আজ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর ১টায় শহরের ঈদগাহ সড়ক থেকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে চৌধুরী বাজারে গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান চৌধুরী জীবন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার গোলাম মোস্তফা রফিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক, নুরুল ইসলাম, ইসলাম তরফদার তনু, লাখাই উপজেলা বিএনপির সভাপতি স্বপন আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ ও সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন প্রমুখ।
এর আগে, এক সংক্ষিপ্ত সভায় বিএনপি নেতারা বক্তব্য রাখেন।