প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে বিএনপির ৭ দিনের কর্মসূচি

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১০
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বাগেরহাট জেলা বিএনপি। ছবি: বাসস

বাগেরহাট, ১ সেপ্টেম্বর, ২০২৫(বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বাগেরহাট জেলা বিএনপি।

আজ সোমবার সকাল ৮টায় জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্ভোধন করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক এম এ সালাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম সম্পাদক খাদেম নেয়ামুল নাসির আলাপ ও শমসের আলি মোহন, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ সাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আজাদ আবুল কালাম, জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আকতার লুনা প্রমুখ।

আজ দুপুর ২টার দিকে দশানী ট্রাফিক মোড় চত্বরে আলোচনা সভা হয়। সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি ভি আই পি সড়ক থেকে মিঠাপুকুর পাড় হয়ে শালতলা থেকে শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

আগামীকাল ষাটগম্বুজ দীঘিতে বেলা ১১টায় মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি হবে। পরদিন ৩ সেপ্টেম্বর বিএনপির উদ্যোগে স্ব স্ব উপজেলায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে।

৪ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সরকারি পিসি কলেজ, খানজাহান আলী কলেজ, মহিলা গার্লস কলেজ চত্বর ও বাগেরহাট শহররক্ষা বাধে বৃক্ষরোপণ করা হবে। ওদিন বিকেলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

এছাড়া ৫ সেপ্টেম্বর বিকেলে ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৬ সেপ্টেম্বর বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। 

এছাড়া ৭ সেপ্টেম্বর সকালে জেলা বিএনপির কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

এ সব কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, নির্বাহী কমিটির সদস্য এড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সমন্বয়ক ও উদযাপন কমিটির আহবায়ক এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমানের সহায়তায় বিএনপি নেতা অলির মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন
নতুন ই-মেইলে প্রেস বিজ্ঞপ্তি পাঠাতে পিআইডির অনুরোধ
কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বিইএফ-এর মতবিনিময়
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু 
নিয়ম পর্যালোচনা করে বাণিজ্য সহজীকরণ নিশ্চিত করা হবে: বাণিজ্য উপদেষ্টা
সাবেক বিমান বাহিনী প্রধান খাদেমুল বাশারের শাহাদাত বার্ষিকী পালিত
আফগানিস্তানে ভূমিকম্পে ৮শ’র ও বেশি নিহত
নীলফামারীতে বিনামূল্যে ৩ লাখ ৬৬ হাজার মাছের পোনা বিতরণ
নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জয়পুরহাট রেলওয়ে এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
১০