সাবেক বিমান বাহিনী প্রধান খাদেমুল বাশারের শাহাদাত বার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০২
সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম । ছবি : আইএসপিআর

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে  আজ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লীডার মফিজুল হক-এর ৪৯তম শাহাদাত বার্ষিকী পালন করেছে। 

এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার ৬ নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সাথে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা এবং স্বাধীনতা পরবর্তী বিমান বাহিনী গঠনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনী এই বীর মুক্তিযোদ্ধাকে কৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধাভরে স্মরণ করে। 

এই সাহসী বৈমানিক ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। উল্লেখ্য, উক্ত দুর্ঘটনায় একই সাথে স্কোয়াড্রন লীডার মফিজুল হকও শাহাদাতবরণ করেন।

দিবসটি পালনের উদ্দেশ্যে বাংলাদেশ বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। 

এছাড়াও, বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার কর্তৃক শহীদদের কবরে ফাতেহা পাঠের আয়োজন করে। উক্ত দোয়া মাহফিলে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিমানসেনাগণও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে ‘লোক দেখানো’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র
বরিশালে বিক্ষোভ মিছিল থেকে ছাত্রলীগের চার নেতা গ্রেফতার
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল 
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, সম্পাদক মাজহারুল ইসলাম 
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, ভিডিওটি এআই দিয়ে তৈরি : বাংলাফ্যাক্ট
মোল্লাহাটে নিজ মৎস্য ঘেরে কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু ‎
কাওলার বাজারে দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ বিএনপির
রাজধানীর উত্তরায় বিএনপি’র খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে রাতভর ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে মানুষ
কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নে বিএনপি’র কর্মীসভা
১০