সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয় : ফয়েজ আহমদ তৈয়্যব

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২ আপডেট: : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৭
শনিবার সিলেটে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টার (আইসিটি) বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি : পিআইডি

সিলেট, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, দেশে সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয়। 

এই আইনের মাধ্যমে ইন্টারনেটের অপব্যবহার, তথ্য চুরি, কোনো সিস্টেমের ক্ষতি রোধ এবং তথ্যপ্রযুক্তির সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

তিনি আজ শনিবার সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নব প্রণীত আইন, পলিসি ও সংস্কার নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই প্রথম চালু হল নাগরিক সেবা কেন্দ্র যেখান থেকে কোনো হয়রানি ছাড়াই মিলবে অনেক সুযোগ-সুবিধা। যেখানে সাধারণ মানুষ এনআইডি আবেদন থেকে শুরু করে ইউটিলিটি পর্যন্ত বিভিন্ন সরকারি সেবা সহজে পাবে।

তথ্যপ্রযুক্তি সম্পর্কে আরও বেশি করে অবগত করার লক্ষ্যে তিনি আইসিটি কর্মকর্তাদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ আয়োজনের ব্যবস্থার পরামর্শ দেন যেন সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সিলেট বিভাগের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চ্যালেঞ্জসমূহ, কার্য পরিচালনায় বিভিন্ন সমস্যা ও আগামীতে তাদের প্রত্যাশাগুলো কী তা সম্পর্কে অবগত হয়ে তিনি বলেন, কার্য পরিচালনার ক্ষেত্রে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে তা স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধ করেন।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন  সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবিতে কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ৬৩ ছাত্রী
ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মৃত্যু
বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদ্‌যাপিত
বাউফলে প্রণোদনার বীজ ও সার বিতরণ
১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন্দেহভাজন গ্রেপ্তার
বাগেরহাটে সংসদীয় চারটি আসন বহাল রাখায় আনন্দ মিছিল
বোয়ালখালীতে মুজিব সৈনিক সরোয়ার গ্রেপ্তার
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ, সম্পাদক হায়দার
আগামীর বাংলাদেশ ভাবনায় বাকৃবি ছাত্রদলের সেমিনার
১০