জলাশয় রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে : পানিসম্পদ  উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৭
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি

ঢাকা ৬ সেপ্টেম্বের, ২০২৫(বাসস) : জলাশয় পুনরুদ্ধার করা কঠিন কাজ নয়। জলাশয় রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার ও সম্ভাবনা’ শীর্ষক নগর সংলাপ ও বেস্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

জলাশয় বাঁচলে ঢাকা বাঁচবে, জলাধার পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই-উল্লেখ করে তিনি বলেন, ঢাকার খালগুলো পুনরুদ্ধারের যে কাজ শুরু হয়েছে তার সুফল পাচ্ছে ঢাকাবাসী। বিগত বছরগুলোর তুলনায় এবার বর্ষা মৌসুমে ঢাকার জলাবদ্ধতা কম ছিল। আইনি কাঠামো, রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সহযোগিতা  থাকলে  এ সংকট দূর করা সম্ভব।

উপদেষ্টা জানান, ঢাকার জেলা প্রশাসককে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে ৪০টি পুকুর পুনরুদ্ধারের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকার ডিটেইল এরিয়া প্ল্যান(ড্যাপ) সংশোধন করে সাধারণ জলাশয় বলে কোনো প্রকারভেদ রাখা হয়নি,  কোনোভাবেই জলাশয় ভরাট করা যাবে না। হাওর সু-রক্ষা আইন চূড়ান্ত করা হয়েছে, হাওরের মধ্যে কৃষি কাজ কীভাবে করা হবে, হাউজ বোট কীভাবে চলবে তার নির্দেশনা রয়েছে। 

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আবদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান, বায়ূমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান, স্থপতি সুজাউল ইসলাম খান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
লালমনিরহাটে পানিতে ডুবে তরুণের মৃত্যু 
দেশে ২৪ ঘণ্টায় কেউ করোনায় আক্রান্ত হয়নি
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬ 
১০