চাঁদপুর, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে বেড ও হুইল চেয়ার প্রদান করেছেন জেলা বিএনপির সভাপতি।
আজ রোববার সকালে হাসপাতালের দ্বিতীয় তলায় সম্প্রসারিত পোস্ট অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় উন্নতমানের এসব সেবাসামগ্রী প্রদান করেন তিনি।
পরে চিকিৎসকদের নিয়ে পোস্ট অপারেটিভ ওয়ার্ড, ভিআইপি ও সাধারণ কেবিন, শিশু ওয়ার্ড, নবজাতকদের ইমারজেন্সি কেয়ার ও নবজাতক ওয়ার্ড পরিদর্শন করেন এ নেতা।
এ সময় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দ্রুত সময়ের মধ্যে চাঁদপুরে ৫০০ বেডের মেডিকেল কলেজের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে আছি। আমি নিজেও অসুস্থ হলে এখানে চিকিৎসা করতে পারবো বলে মনে করি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও ডা. সৈয়দ আহমেদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর ডক্টরস্ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোবারক হোসেন, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ শায়েলা নাজনিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, চাঁদপুর ডক্টরস্ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. জাহাঙ্গীর আলম ও ডা. এমএ গফুর মিয়া।