চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জলদস্যুদের আস্তানায় সেনাবাহিনীর অভিযানে ২টি শটগান ও ১৮ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রোববার (৭ সেপ্টেম্বর) বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা এলাকায় এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে জলদস্যুদের এক গোপন আস্তানায় এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দুটি শটগান ও ১৮ রাউন্ড গুলি।
ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, কয়েকদিন ধরে জলদস্যুদের একটি চক্র কর্ণফুলী নদী এলাকায় মাদক পাচার, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি চালানোর চেষ্টা করছিল।
পুরো চক্রকে আটক করতে সেনা অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।