বগুড়ায় বিদেশি পিস্তলসহ এক ডাকাত গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০০
বগুড়ার শাজাহানপুরে ডাকাতি চলাকালে বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: বাসস

বগুড়া, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার শাজাহানপুরে ডাকাতি চলাকালে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. সুমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গতকাল শনিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের সাদিক পার্ক সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত সুমন সিরাজগঞ্জের কামারখন্দ এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, গতকাল রাত ১২টার দিকে নাটোর থেকে বগুড়াগামী মহাসড়কে শাজাহানপুর থানাধীন আশেকপুর  রংপুর থেকে ফরিদপুরগামী পাট বোঝাই একটি ট্রাকের চাকা হঠাৎ পাঞ্চার হয়ে যায়। এ সময় ট্রাকের ড্রাইভার মো. মিলন (৪৫) এবং তার সহকারী মো. ফরহাদ মিয়া (৫০) ট্রাকের চাকা মেরামত করছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি  মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি তাদের কাছে আসে।

অভিযুক্ত তিনজনের মধ্যে মো. সুমন ড্রাইভার ও হেলপারের দিকে পিস্তল তাক করে তাদের কাছ থেকে নগদ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এই সময় শাজাহানপুর থানার একটি বিশেষ টহল দল ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। পুলিশের গাড়ি দেখে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. জাকির ও মো. আশরাফ আলী দৌড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ সুমনকে আটক করে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, পরে শাজাহানপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম তার দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযুক্তকে থানায় নিয়ে যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিএল টি-টোয়েন্টির আট দলের অধিনায়ক চূড়ান্ত
চট্টগ্রামে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভের ৮৫ শতাংশ কাজ সম্পন্ন
ঢাকা বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের জন্য দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার আনার ইঙ্গিত উপদেষ্টার
জরুরি পশুস্বাস্থ্য সেবায় যুগান্তকারী ভূমিকা পালন করেছে 'মোবাইল ভেট ক্লিনিক'
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে তিন দিনে ডিএমপির ৫,৭১৯ মামলা
ইউএস ওপেনের শিরোপার পথে সাবালেঙ্কার পরিসংখ্যান
প্রাণিজ পুষ্টিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নারীদের সম্পৃক্ততা অপরিহার্য : প্রাণিসম্পদ উপদেষ্টা  
রাজার অনুমোদনের পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আনুতিন
ইউএস ওপেনের শিরোপা ধরে রাখলেন সাবালেঙ্কা
এশিয়া কাপ জয়ের ব্যাপারে বাংলাদেশ আত্মবিশ্বাসী : জাকের
১০