বান্দরবান, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‘কৌতূহল থেকে উদ্ভাবন’ এ প্রতিপাদ্যে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে মেলার এ উদ্বোধন করেন, প্রধান অতিথি বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. রাকিব ইবনে রেজওয়ান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তাঁর সহধর্মিণী মোশফেকা মোজাম্মেল সিঁথি।
প্রধান অতিথি শিক্ষার্থীদের প্রদর্শিত নানা উদ্ভাবনী প্রজেক্ট পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে বিজ্ঞানভিত্তিক আলোচনায় অংশ নেন। এসময় সেনা জোনের জোন কমান্ডার এ. এস. এম. মাহামুদুল হাসান, স্কুল-কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া, শিক্ষক-শিক্ষিকা ও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল-রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, পরিবেশবান্ধব জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, শক্তির অপচয় রোধের উদ্যোগ, বর্জ্য রিসাইকেল করার পরিবেশবান্ধব পদ্ধতি, গ্যাস লিকেজ শনাক্তকরণ, স্বয়ংক্রিয় অগ্নিনিয়ন্ত্রণ ব্যবস্থা সংক্রান্ত প্রকল্প দর্শকদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
এছাড়াও নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্ষুদে বিজ্ঞানী কর্নার মেলায় বাড়তি মাত্রা যোগ করে।
আয়োজকদের তথ্যানুসারে এবারের বিজ্ঞান মেলায় বান্দরবানের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছিল ক্ষুদে বিজ্ঞানী কর্নার।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।