সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবার উদ্বোধন করলেন ফয়েজ আহমদ তৈয়্যব

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৮
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব । ফাইল ছবি

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সিলেট ওসমানী বিমানবন্দরে বিটিসিএল’এর ফ্রি ওয়াইফাই এবং ফ্রি টেলিফোন সেবা চালু করা হয়েছে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার এই সেবার উদ্বোধন করেন।

তিনি বলেন, আজ ওসমানী বিমানবন্দরে সেবা দুটি উদ্বোধন করা হয়েছে। শুরুতে ৪০ এমবিপিএস থ্রুপুট দিয়ে উদ্বোধন করা হয়েছে,  মাসখানেকের মধ্যে ১০০ এমবিপিএস থ্রুপুট প্রদান করা হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, সিলেটে টেলিটক, বিটিসিএল, ডাক বিভাগ, হাইটেক পার্ক এবং আইসিটি কর্মকর্তাদের বেশকিছু নির্দেশনা দিয়েছি। এসব নির্দেশনার মধ্যে রয়েছে, সিলেটের পর্যটন এলাকাগুলোতে টেলিটকের ভালো কভারেজ নিশ্চিত করা, ফাইবার নেটওয়ার্ক কাটা গেলে দ্রুততম সময়ে তা সচল করা, ঠিকাদার ও বিভিন্ন সরকারি অফিসের মধ্যে সমন্বয় করা, পোস্ট অফিসগুলো নিয়মিত সচল রাখা এবং নিষ্ঠার সাথে পার্সেল ডেলিভারি করা।

ফয়েজ আহমেদ তৈয়ব সিলেটের নাগরিক সমাজ, সামাজিক সংগঠন, মিডিয়া ও রাজনৈতিক নেতৃত্বকে সাথে নিয়ে আলোচনা সভা করেন।  আলোচনা সভায় সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপি'র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ বিএনপি, জামায়াত, ইসলামি ঐক্যজোট এবং এনসিপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় তিনি আরও বলেন, সেবা সহজীকরণের জন্য আমাদের সকলকে পর্যটন এলাকাগুলোতে টেলিটকের ব্যাটারি ও ক্যাবল চুরি বন্ধ  এবং ফাইবার নেটওয়ার্ক কাটা কমাতে ঠিকাদারদের সহযোগিতা করতে হবে। এছাড়াও আন্তঃসংস্থা সমন্বয়, ডাক বিভাগ, বিটিসিএল-এর জমি উদ্ধারে সহায়তা করার আহবান জানান তিনি। সাইবার অপরাধ, জুয়া ও  বেটিং, মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন ইত্যাদি বিষয়ে সর্বোচ্চ সচেতনতা তৈরির আহবান জানান তিনি।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি হাইটেক পার্কে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন, সিলেট আইটি পার্কে আমাদের প্রায় ৭৪ একরের মত জমি আছে যা প্রযুক্তি বিষয়ক শিল্প উৎপাদনের জন্য প্রকৃত ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের কাছে স্বচ্ছতার সাথে বরাদ্দ দেয়া হবে। এজন্য সিলেটের ব্যবসায়ী, বিশেষভাবে লন্ডনসহ বিশ্বের বিভিন্ন বড় বড় শহরের প্রবাসী সিলেটিদের এখাতে এগিয়ে আসার আহবান জানান তিনি।

ফয়েজ আহমেদ তৈয়ব সিলেটের রাজনৈতিক নেতৃত্ব ও নাগরিক সমাজের প্রশংসা করে বলেন, উনারা খুব ফোকাসড আলোচনা করেছেন, বিভিন্নরকম চ্যালেঞ্জের কথা বলেছেন, পরামর্শ দিয়েছেন। আমরা উনাদের নিয়ে সিলেটের কমিউনিকেশন খাতে নতুন দিনের স্বপ্ন দেখি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিএল টি-টোয়েন্টির আট দলের অধিনায়ক চূড়ান্ত
চট্টগ্রামে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভের ৮৫ শতাংশ কাজ সম্পন্ন
ঢাকা বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের জন্য দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার আনার ইঙ্গিত উপদেষ্টার
জরুরি পশুস্বাস্থ্য সেবায় যুগান্তকারী ভূমিকা পালন করেছে 'মোবাইল ভেট ক্লিনিক'
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে তিন দিনে ডিএমপির ৫,৭১৯ মামলা
ইউএস ওপেনের শিরোপার পথে সাবালেঙ্কার পরিসংখ্যান
প্রাণিজ পুষ্টিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নারীদের সম্পৃক্ততা অপরিহার্য : প্রাণিসম্পদ উপদেষ্টা  
রাজার অনুমোদনের পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আনুতিন
ইউএস ওপেনের শিরোপা ধরে রাখলেন সাবালেঙ্কা
এশিয়া কাপ জয়ের ব্যাপারে বাংলাদেশ আত্মবিশ্বাসী : জাকের
১০