বদরুদ্দীন উমর এর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার শোক

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৬ আপডেট: : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০০
গণবুদ্ধিজীবী বদরুদ্দীন উমর ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। কোলাজ : বাসস

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বরেণ্য বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উপদেষ্টা আজ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেন, 'একতরফা ইতিহাস ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরির বাইরে গিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাঁকগুলো তার লেখায় তুলে রেখেছিলেন উমর ভাই, বদরুদ্দীন উমর। তাঁর ইতিহাস আলোচনা আর নির্মোহ রাজনৈতিক বিশ্লেষণ অনন্য। অথচ আমাদের দুর্ভাগ্য আমাদের প্রতিষ্ঠানগুলো উনাকে সেলিব্রেট করা দুরে থাক, উনার লেখা বই যেনো সরকারী পাঠাগারে না থাকে তার ব্যবস্থা করেছিলো। কারণ? আওয়ামী মিথ্যা বয়ান আর ইতিহাস কল্পনাকে তিনি প্রশ্ন করেছেন।'

উপদেষ্টা বলেন, 'হেজেমনিক ক্লাইমেটের বাইরে গিয়ে নতুন বাংলাদেশের চিন্তার গতিপথ নির্ধারণে যে কয়জন বিশ্লেষক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন উমর ভাই তাঁদের মধ্যে অন্যতম।'

উপদেষ্টা বলেন, 'আমি বড় মানুষদের দুর থেকেই ভালোবাসি। কিন্তু সরকারী দায়িত্ব নেয়ার পর তার সাথে ইন্টারেকশন জরুরি হয়ে পড়ে একুশে পদক দেয়ার সময়। তিনি কখনোই কোনো পুরস্কার গ্রহণ করেননি। এবারও গ্রহণ করবেন না জেনেও তাঁকে পুরস্কার প্রদানের ব্যতিক্রমী সিদ্ধান্ত নেই আমরা। কারণ উমর ভাইয়ের পদকের প্রয়োজন নাই, পদকের উনাকে প্রয়োজন, এই রাষ্ট্রের উনাকে সেলিব্রেট করা প্রয়োজন। প্রয়োজন উনাকে পাঠের। আমরা সব লাইব্রেরিতে তাই উনার বইয়ের সরবরাহ নিশ্চিত করেছি।'

উপদেষ্টা বলেন, 'বদরুদ্দীন উমর এর মৃত্যুতে গভীর শোক জানাই। তাঁর চিন্তা এবং বিশ্লেষণ আমাদের জন্য এক বিরাট শক্তি হয়ে থাকলো।'

উল্লেখ্য, ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক বদরুদ্দীন উমর ৯৪ বছর বয়সে আজ মারা গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন । আজ সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ১০টা ৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০