ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, শিশু-কিশোরদের মেধা অন্বেষণের বড় প্ল্যাটফর্ম হচ্ছে 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে মন্ত্রণালয় ও বিটিভি কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে।
আজ রোববার তথ্য ভবনে ডিএফপির সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের 'নতুন কুঁড়ি-২০২৫' প্রতিযোগিতা উপলক্ষ্যে দিনব্যাপী কর্মশালায় তিনি এ কথা বলেন।
শিশু-কিশোরদের জীবনে স্পন্দন জাগাতে 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতার ভূমিকা তুলে ধরে সচিব বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক গুণী শিল্পী তৈরি হয়েছেন। 'নতুন কুঁড়ি'র মঞ্চ থেকে ভবিষ্যতেও অনেক গুণী শিল্পী তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
মাহবুবা ফারজানা বলেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতাকে সফল করতে মন্ত্রণালয় ও বিটিভির কর্মকর্তাবৃন্দ নিরলসভাবে কাজ করছেন। এই প্রতিযোগিতা আয়োজনে জেলাপ্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি 'নতুন কুুঁড়ি' প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনে সহযোগিতা প্রদানের জন্য কর্মশালায় আগত অতিরিক্ত জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান।
কর্মশালা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার সচিব বলেন, এই কর্মশালায় 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা তৈরি করা হবে। এই প্রতিযোগিতা সফল করতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
কর্মশালায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, 'নতুন কুঁড়ি' শিশু-কিশোরদের জন্য অনন্য অনুষ্ঠান। দীর্ঘ দুই দশক পর এই প্রতিযোগিতার কার্যক্রম শুরু হওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে এই প্রতিযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
কর্মশালায় আরও বক্তব্য দেন বিটিভির উপ-মহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন। দিনব্যাপী এই কর্মশালায় 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন।