রাজবাড়িতে আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৭
ছবি: বাসস

রাজবাড়ী, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলা আনসার ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত ১৪ দিনব্যাপী উপজেলা ও থানা আনসার প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে। 

রোববার দুপুরে জেলা আনসার ভিডিপি ক্যাম্পে রাজবাড়ী জেলা আনসার ভিডিপি কমান্ডেন্ট মো. আনোয়ার হোসেন সরকারের (পিভিএম) সভাপতিত্বে আজকের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা বেগম।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, আসন্ন পূজা ও জাতীয় নির্বাচনে আনসার সদস্যদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।এ ছাড়া সমাজ থেকে বাল্যবিবাহ, বহুবিবাহ, মাদকের মতো ধ্বংসাত্নক ব্যাধি দূরীকরণসহ আর্থ সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের অবদানের কথা তিনি গুরুত্বের সাথে স্মরণ করেন।

তিনি সামাজিক অবক্ষয় রোধসহ নৈতিকতা, শিষ্টাচার ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ক বিভিন্ন বিষয়াদি তার বক্তব্যে তুলে ধরেন। পরিশেষে, শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সমাজের প্রতি দায়িত্ব, সর্বোপরি রাষ্ট্রের প্রতি অনুগত থেকে দেশ ও জাতি গঠনে নিজ নিজ কর্তব্য পালনের আহ্বান জানান।

উল্লেখ ১৪ দিনব্যাপী এ প্রশিক্ষণে ৭০ জন আনসার ভিডিপি সদস্য অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০