রাজবাড়িতে আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৭
ছবি: বাসস

রাজবাড়ী, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলা আনসার ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত ১৪ দিনব্যাপী উপজেলা ও থানা আনসার প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে। 

রোববার দুপুরে জেলা আনসার ভিডিপি ক্যাম্পে রাজবাড়ী জেলা আনসার ভিডিপি কমান্ডেন্ট মো. আনোয়ার হোসেন সরকারের (পিভিএম) সভাপতিত্বে আজকের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা বেগম।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, আসন্ন পূজা ও জাতীয় নির্বাচনে আনসার সদস্যদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।এ ছাড়া সমাজ থেকে বাল্যবিবাহ, বহুবিবাহ, মাদকের মতো ধ্বংসাত্নক ব্যাধি দূরীকরণসহ আর্থ সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের অবদানের কথা তিনি গুরুত্বের সাথে স্মরণ করেন।

তিনি সামাজিক অবক্ষয় রোধসহ নৈতিকতা, শিষ্টাচার ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ক বিভিন্ন বিষয়াদি তার বক্তব্যে তুলে ধরেন। পরিশেষে, শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সমাজের প্রতি দায়িত্ব, সর্বোপরি রাষ্ট্রের প্রতি অনুগত থেকে দেশ ও জাতি গঠনে নিজ নিজ কর্তব্য পালনের আহ্বান জানান।

উল্লেখ ১৪ দিনব্যাপী এ প্রশিক্ষণে ৭০ জন আনসার ভিডিপি সদস্য অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বদরুদ্দীন উমরের মৃত্যুতে জামায়াতের শোক
শেরপুরে সিপিসিসি প্রকল্পের চেক বিতরণ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন
বদরুদ্দীন উমরের মৃত্যুতে অর্থ উপদেষ্টার শোক
পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
বদরুদ্দীন উমরের মৃত্যুতে এনসিপির শোক
এলডিসি থেকে উত্তরণের আগে বাণিজ্য আলোচনায় সক্ষমতা বাড়ানোর আহ্বান
ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃত করে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
১০