রাজবাড়িতে আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৭
ছবি: বাসস

রাজবাড়ী, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলা আনসার ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত ১৪ দিনব্যাপী উপজেলা ও থানা আনসার প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে। 

রোববার দুপুরে জেলা আনসার ভিডিপি ক্যাম্পে রাজবাড়ী জেলা আনসার ভিডিপি কমান্ডেন্ট মো. আনোয়ার হোসেন সরকারের (পিভিএম) সভাপতিত্বে আজকের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা বেগম।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, আসন্ন পূজা ও জাতীয় নির্বাচনে আনসার সদস্যদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।এ ছাড়া সমাজ থেকে বাল্যবিবাহ, বহুবিবাহ, মাদকের মতো ধ্বংসাত্নক ব্যাধি দূরীকরণসহ আর্থ সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের অবদানের কথা তিনি গুরুত্বের সাথে স্মরণ করেন।

তিনি সামাজিক অবক্ষয় রোধসহ নৈতিকতা, শিষ্টাচার ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ক বিভিন্ন বিষয়াদি তার বক্তব্যে তুলে ধরেন। পরিশেষে, শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সমাজের প্রতি দায়িত্ব, সর্বোপরি রাষ্ট্রের প্রতি অনুগত থেকে দেশ ও জাতি গঠনে নিজ নিজ কর্তব্য পালনের আহ্বান জানান।

উল্লেখ ১৪ দিনব্যাপী এ প্রশিক্ষণে ৭০ জন আনসার ভিডিপি সদস্য অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফুসফুস দিবস পালিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু 
নেত্রকোণায় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণে চেক বিতরণ
মহাসপ্তমীতে জামালপুরের মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়
সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নারায়ণগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ডব্লিউএফপিকে ৩৪ লাখ ডলার প্রদান করেছে জাপান
সুনামগঞ্জে স্ট্যাডার্ড অপারেটিং প্রসিডিউর বিষয়ক কর্মশালা
তিস্তার বন্যা ও পানি শূন্যতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সরকারের প্রতি আইএফসি’র আহ্বান
১০