রাজবাড়ীর নুরাল পাগলা মাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩১ আপডেট: : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৮

রাজবাড়ী, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজবাড়ী জেলার গোয়ালন্দে 'নুরাল পাগলা' নামে পরিচিত নুরুল হকের মাজারে বিক্ষিপ্ত সংঘর্ষের সময় পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা রশিদুল ইসলাম আজ বাসসকে জানিয়েছেন ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুলিশের ওপর হামলায় তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মৃত মোখলেছুর রহমান মৃধার ছেলে আয়াত আলী মৃধা, পানিডাঙ্গা গ্রামের আমজাদের ছেলে শাকিল (১৯), পানিডাঙ্গা গ্রামের লাল মিয়া মৃধার ছেলে হিরু মৃধা (৪০), উজানচরের মৃত আক্কাস মৃধার ছেলে মাসুদ মৃধা (২৯), দেওয়ানপারার জহির উদ্দিনের ছেলে এনামুল হক (৩২) ও কাজীপাড়ার জহির কাজী ছেলে অপু কাজী (২৫)।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় স্থানীয়ভাবে ‘নুরাল পাগলা’ নামে পরিচিত নুরুল হকের মাজারে শুক্রবার হামলার ঘটনায় শনিবার অজ্ঞাত পরিচয় ৩ হাজার ৫০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

গোয়ালন্দঘাট থানায় উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলাটি করেন।

আসামিদের বিরুদ্ধে পুলিশকে তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি ভাংচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। সংঘর্ষের সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়।

শুক্রবার শত শত মানুষ নূরল পাগলার দরবার শরীফে আক্রমণ করে এবং কবর থেকে তার লাশ তুলে আগুন ধরিয়ে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০