টাঙ্গাইলে বিদ্যুৎ সরঞ্জাম চুরির অভিযোগে দুই যুবক গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৭

টাঙ্গাইল, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার নাগরপুর উপজেলায় বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ভারড়া ইউনিয়নের চান্দর গ্রামের মো. মনিরুল ইসলাম (২১) ও মো. সিদ্দিক হোসেন (২১)।

এ সময় তাঁদের কাছ থেকে ট্রান্সফরমার থেকে চুরি হওয়া ৬০ কেজি তামার তার ও ৯৭ কেজি স্টিল প্লেটসহ তাঁদের আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য এক লাখ ১৭ হাজার টাকা।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে আসছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে চোরচক্রের দুই সদস্যকে মালামালসহ আটক করা হয়। তারা নৌকায় করে চুরি করা মালামাল পরিবহন করছিল। এ ঘটনায় নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এনফোর্সম্যান কো-অর্ডিনেটর মো. কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফুসফুস দিবস পালিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু 
নেত্রকোণায় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণে চেক বিতরণ
মহাসপ্তমীতে জামালপুরের মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়
সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নারায়ণগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ডব্লিউএফপিকে ৩৪ লাখ ডলার প্রদান করেছে জাপান
সুনামগঞ্জে স্ট্যাডার্ড অপারেটিং প্রসিডিউর বিষয়ক কর্মশালা
তিস্তার বন্যা ও পানি শূন্যতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সরকারের প্রতি আইএফসি’র আহ্বান
১০