খাগড়াছড়িতে অস্ত্র-বারুদসহ এক সন্ত্রাসী আটক

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৬
অস্ত্র-বারুদসহ এক সন্ত্রাসী আটক। ছবি : বাসস

খাগড়ছড়ি, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র, গোলাবারুদসহ এক সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

আজ রোববার সকালে লক্ষ্মীছড়ি-ফটিকছড়ি সীমান্তের গোপাল ঘাটিয়া ও নোয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক যুবকের নাম বখতিয়ার উদ্দিন মঞ্জু (৩৮)। গোপাল ঘাটিয়ার মৃত নেসারুল হকের ছেলে তিনি।

৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোন থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তি থেকে তথ্য নিশ্চিত হওয়া গেছে।  
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা  প্রথমে নোয়াহাট এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫-৩০টি ধারালো ছুরি, চাপাতি, কুড়াল ও দাঁ উদ্ধার করেন। পরে গোপাল ঘাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই সন্ত্রাসীকে আটক করেন।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১৯৯ রাউন্ড ২২ ক্যালিবারের গুলি, দুটি পাসপোর্ট, ১৩টি মোবাইল ফোন, রাইফেলের বাটসহ বিভিন্ন সরঞ্জমাদি জব্দ করা হয়।

আটককৃতকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা
চট্টগ্রামে নানা অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা চসিকের
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বিজিবির অভিযানে ১৭৭ কোটি ২১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৩১ বিলিয়ন ডলার
হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না : হাসনাত আব্দুল্লাহ
বদরুদ্দীন উমরের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
সাতক্ষীরার সীমান্ত থেকে ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ
যেকোনো বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ
নুরাল পাগলার দরবারে হামলা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় ৭ জন গ্রেফতার : উপ-প্রেস সচিব
১০