খাগড়াছড়িতে অস্ত্র-বারুদসহ এক সন্ত্রাসী আটক

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৬
অস্ত্র-বারুদসহ এক সন্ত্রাসী আটক। ছবি : বাসস

খাগড়ছড়ি, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র, গোলাবারুদসহ এক সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

আজ রোববার সকালে লক্ষ্মীছড়ি-ফটিকছড়ি সীমান্তের গোপাল ঘাটিয়া ও নোয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক যুবকের নাম বখতিয়ার উদ্দিন মঞ্জু (৩৮)। গোপাল ঘাটিয়ার মৃত নেসারুল হকের ছেলে তিনি।

৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোন থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তি থেকে তথ্য নিশ্চিত হওয়া গেছে।  
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা  প্রথমে নোয়াহাট এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫-৩০টি ধারালো ছুরি, চাপাতি, কুড়াল ও দাঁ উদ্ধার করেন। পরে গোপাল ঘাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই সন্ত্রাসীকে আটক করেন।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১৯৯ রাউন্ড ২২ ক্যালিবারের গুলি, দুটি পাসপোর্ট, ১৩টি মোবাইল ফোন, রাইফেলের বাটসহ বিভিন্ন সরঞ্জমাদি জব্দ করা হয়।

আটককৃতকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০