পাবনা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পাবনায় জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজেদুর রহমান শান্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় পাবনা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা এলাকা থেকে শনিবার রাত একটায় তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সাজেদুর রহমান শান্ত পাবনার মালঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও নলমুরা গ্রামের মো. আসলাম হোসেনের ছেলে। তিনি ছাত্র হত্যা মামলার এজাহারনামীয় ৬২ নম্বর আসামি।
অন্যজন মামলার ৬৯ নম্বর আসামি ইফতে রাফাত সিয়াম (২৪)। সিয়াম শালগাড়িয়া এলাকার মনিরুল ইসলামের ছেলে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
অপরজন মো. মারুফ মল্লিক (২২)। তিনি মালঞ্চি ইউনিয়ন ৮নম্বর ওয়ার্ডের বাড়াদী গ্রামের জাকের মল্লিকের ছেলে ও মালঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী।
রোববার পাবনা জেলা পুলিশের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।