নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী 

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৫
আজ নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী । ছবি : বাসস

নোয়াখালী, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : 'পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি' এ প্রতিপাদ্যে আজ নোয়াখালীতে শেষ হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। এবছর মেলায় ১০ লাখ টাকার গাছ বিক্রি হয়েছে।

রোববার বিকেল ৪ টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. ইব্রাহীম। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, আমরা যা খাই এবং যে অক্সিজেন গ্রহণ করি সবকিছু গাছের সাথে জড়িত। সব জেনেও আমরা বনায়ন ধ্বংস করছি, বন উজাড় করে ঘরবাড়ি তৈরি করছি। আমরা জেনে-বুঝেই গাছ কেটে নিজেরা নিজেদের ক্ষতি করছি। নিজেরা নিজেদের সাধ্য অনুযায়ী গাছ লাগাতে হবে এবং বনায়ন রক্ষা করতে হবে। কোন কারণে একটা গাছ কাটা গেলে নূন্যতম দশটা গাছ লাগাতে আমরা চেষ্টা করবো।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. ইব্রাহীম বলেন, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন সিলিন্ডার থেকে অক্সিজেন কিনতে বুঝা যায় আমরা প্রতিদিন বিনামূল্যে গাছ থেকে কি পরিমাণ অক্সিজেন পাই। স্কুল কলেজের শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি যদি তাদের দেশপ্রেম, বৃক্ষরোপণ এই বিষয়গুলো আলোচনা করা হয় তবে দেশ সবুজে ভরে যেতে খুব বেশি সময় লাগবেনা।

সভাপতির বক্তব্যে বন কর্মকর্তা বলেন, গাছ সৃষ্টিকর্তার অনেক গুরুত্বপূর্ণ দান। গাছের কারণে আমরা প্রাণভরে অক্সিজেন নিতে পারি। তাই সবাই প্রতিবছর যাতে নূন্যতম একটি করে হলেও গাছ লাগায়। 

সমাপনী অনুষ্ঠানে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পপি কুন্ডু, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, দৈনিক আজকের নোয়াখালীর সম্পাদক এ.এস.এম.নাসিমসহ বিভিন্ন নার্সারির মালিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা এতে বক্তব্য দেন। এসময় বৃক্ষমেলায় অংশ নেয়া নার্সারি মালিকদের মধ্য থেকে সেরাদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

এর আগে ১ সেপ্টেম্বর সকাল নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ ও পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক। জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে এ মেলার আয়োজন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০