মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩ আপডেট: : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৭
আজ মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

মাগুরা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা ১,০০,০০০ টাকা জরিমানা করেছে। 

রোববার দুপুরে শহরের ঢাকা রোড নতুন বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, বীজ ও সার বিক্রেতাদের কাগজপত্র এবং পণ্যের মান তদারকি করা হয়।

নতুন বাজারের মেসার্স বিপ্লব ট্রেডার্স-এ অভিযান চালিয়ে ধান ও সবজিসহ মেয়াদোত্তীর্ণ বীজ জব্দ করা হয়। এছাড়া সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি, রশিদ প্রদান না করা এবং ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে পঞ্চাশ হাজার ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মেসার্স অজয় বীজ ভান্ডারের মালিক বাবুল সরকারকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় প্রতারণার প্রমাণ মেলে। প্রতিষ্ঠানটি আগামী পেঁয়াজ মৌসুমকে কেন্দ্র করে ভুয়া তথ্য দিয়ে বীজ বাজারজাত করছিল। তিন হাজার ২৫০ টাকা কেজি দরে বীজ কিনে ৯ হাজার টাকা কেজি দরে বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। এছাড়া বীজের প্যাকেটে ভুয়া মেয়াদ ও অসত্য তথ্য দেওয়া হয়েছিল। এসব অপরাধে বাবুল সরকারকে পঞ্চাশ হাজার ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. শাহীন ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে উপহার প্রদান 
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফুসফুস দিবস পালিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু 
নেত্রকোণায় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণে চেক বিতরণ
মহাসপ্তমীতে জামালপুরের মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়
সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নারায়ণগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ডব্লিউএফপিকে ৩৪ লাখ ডলার প্রদান করেছে জাপান
সুনামগঞ্জে স্ট্যাডার্ড অপারেটিং প্রসিডিউর বিষয়ক কর্মশালা
১০