মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩ আপডেট: : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৭
আজ মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

মাগুরা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা ১,০০,০০০ টাকা জরিমানা করেছে। 

রোববার দুপুরে শহরের ঢাকা রোড নতুন বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, বীজ ও সার বিক্রেতাদের কাগজপত্র এবং পণ্যের মান তদারকি করা হয়।

নতুন বাজারের মেসার্স বিপ্লব ট্রেডার্স-এ অভিযান চালিয়ে ধান ও সবজিসহ মেয়াদোত্তীর্ণ বীজ জব্দ করা হয়। এছাড়া সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি, রশিদ প্রদান না করা এবং ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে পঞ্চাশ হাজার ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মেসার্স অজয় বীজ ভান্ডারের মালিক বাবুল সরকারকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় প্রতারণার প্রমাণ মেলে। প্রতিষ্ঠানটি আগামী পেঁয়াজ মৌসুমকে কেন্দ্র করে ভুয়া তথ্য দিয়ে বীজ বাজারজাত করছিল। তিন হাজার ২৫০ টাকা কেজি দরে বীজ কিনে ৯ হাজার টাকা কেজি দরে বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। এছাড়া বীজের প্যাকেটে ভুয়া মেয়াদ ও অসত্য তথ্য দেওয়া হয়েছিল। এসব অপরাধে বাবুল সরকারকে পঞ্চাশ হাজার ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. শাহীন ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না : প্রেস সচিব
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে সিরাজগঞ্জ পৌরসভা
ইতালি পাচারকালে টাওয়ালে লুকানো ৭ কেজি কিটামিন জব্দ করেছে ডিএনসি
বোলিংয়ের অনুমতি পেলেন সুব্রায়েন
বেনাপোল আইসিপিতে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ ২ ভারতীয় নাগরিক আটক
ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ইন্দোনেশিয়ায় ভবন ধসে ৩ জন নিহত
নির্বাচনের সময় সাংবাদিকদের সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : তথ্য উপদেষ্টা 
জুলাই জাতীয় সনদ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা
চট্টগ্রামে নানা অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা চসিকের
১০