চুয়াডাঙ্গায় ২ বেকারিকে জরিমানা

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৯

চুয়াডাঙ্গা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার জীবননগরের আন্দুলবাড়িয়ায় ভোক্তা অধিকারের অভিযানে ২টি বেকারিকে জরিমানা করা হয়েছে।

পণ্যের উৎপাদনের ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

আজ রোববার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আন্দুলবাড়িয়া এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ ও বেকারি খাদ্যসামগ্রী তদারকি করা হয়। এ সময় বেকারি পণ্য উৎপাদনের ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার কারণে রফিকুর রহমানের বেকারি মেসার্স এস এ ফুড প্রোডাক্টকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া মেয়াদ উত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা ও লাইসেন্স নবায়ন না করার কারণে মো. ছরোয়ারের বেকারি মেসার্স নুর নাহারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই বেকারি থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস ও জেলা পুলিশের একটা টিম উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফুসফুস দিবস পালিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু 
নেত্রকোণায় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণে চেক বিতরণ
মহাসপ্তমীতে জামালপুরের মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়
সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নারায়ণগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ডব্লিউএফপিকে ৩৪ লাখ ডলার প্রদান করেছে জাপান
সুনামগঞ্জে স্ট্যাডার্ড অপারেটিং প্রসিডিউর বিষয়ক কর্মশালা
তিস্তার বন্যা ও পানি শূন্যতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সরকারের প্রতি আইএফসি’র আহ্বান
১০