লালমনিরহাট, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার হাতিবান্ধা থানার অটোরিক্সা চালক রায়ফুল ইসলাম ওরফে (পিস্তল) হত্যা মামলার প্রধান আসামি মাহফুজার রহমান মামুনকে র্যাব গ্রেফতার করেছে।
গতকাল বুধবার বিকালে রংপুর র্যাব-১৩ ও মিরপুর র্যাব-৪ ঢাকা মহানগর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মাহফুজার রহমান মামুনকে (৪২) গ্রেফতার করে। মামুন লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার উত্তর দলগ্রামের মো. আইয়ুব আলীর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, নিহত অটোরিক্সা চালক নিখোঁজ হওয়ার দুইদিন পর গত ২০ আগস্ট জেলার হাতীবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়নের সতী নদীর পশ্চিম তীরে ভিকটিমের লাশ পাওয়া যায়।
পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
রংপুর র্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি অবহিত করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।