লালমনিরহাটে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৭
ছবি : বাসস

লালমনিরহাট, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার হাতিবান্ধা থানার অটোরিক্সা চালক রায়ফুল ইসলাম ওরফে (পিস্তল) হত্যা মামলার প্রধান আসামি মাহফুজার রহমান মামুনকে র‌্যাব গ্রেফতার করেছে। 

গতকাল বুধবার বিকালে রংপুর র‌্যাব-১৩ ও মিরপুর র‌্যাব-৪ ঢাকা মহানগর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মাহফুজার রহমান মামুনকে (৪২) গ্রেফতার করে। মামুন লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার উত্তর দলগ্রামের মো. আইয়ুব আলীর ছেলে। 

এজাহার সূত্রে জানা যায়, নিহত অটোরিক্সা চালক নিখোঁজ হওয়ার দুইদিন পর গত ২০ আগস্ট জেলার হাতীবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়নের সতী নদীর পশ্চিম তীরে ভিকটিমের লাশ পাওয়া যায়।

পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

রংপুর র‌্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি অবহিত করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ড্রোন হামলার পর পোল্যান্ডের আকাশ সীমায় নিষেধাজ্ঞা 
কারখানা মালিকের শিশু অপহরণ মামলায় কর্মচারীর যাবজ্জীবন কারাদণ্ড
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত পশ্চিম আফ্রিকানদের গ্রহণ করছে ঘানা
ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও দেখা যাবে : পীর চরমোনাই
৯৪৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দিদার দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
যাদুকাটায় বালু উত্তোলন শুরু, স্বস্তিতে শ্রমিকরা
পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত
সরকার উৎখাতের ষড়যন্ত্র : শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
এইচএসবিসি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ডিজিটাল পোর্ট পেমেন্ট প্রক্রিয়া চালু
মহেশখালী-মাতারবাড়ি বাংলাদেশের নীল অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে
১০