সাতক্ষীরায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সম্মেলন 

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৪
আজ সাতক্ষীরায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সম্মেলন । ছবি : বাসস

সাতক্ষীরা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার আশাশুনিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠনটির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোয়নয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. শহিদুল আলম।

আশাশুনি উপজেলা শাখার আহ্বায়ক তুষার কান্তি বোষ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা শাখার আহবায়ক ও জজকোর্টের জিপি এ্যাড. অসীম কুমার মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও জজকোর্টের এপিপি এ্যাড. সুনীল কুমার ঘোষ।

এসময় আরো বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক মিলন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন কুমার সরকার প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় করেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার সদস্য সচিব প্রীতিষ রায়।

প্রধান অতিথি ডা. শহিদুল আলম এসময় বলেন, গত ৫ আগস্টের সময় যে সব ঘটনা গুলো  ঘটলো এতে আমরা মর্মাহত হয়েছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো ধরনের নির্যাতন যেন না হয়। এই পবিত্র দায়িত্ব আমাদের সবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আমরা সবাই আপনাদের পাশে আছি। আপনাদের যেকোনো ধর্মীয় অনুষ্ঠান বা পূজা-পার্বণ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, শান্তি ও নিরাপত্তার জন্য আমরা আপনাদের পাশে আছি এবং আগামীতেও থাকবো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
শেরপুর শহরের হরিজন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
১০