কুমিল্লায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪

কুমিল্লা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): কুমিল্লার নাঙ্গলকোটে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

বুধবার রাতে উপজেলার খিলা সড়কের নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মৌকরা ইউনিয়নের কেশতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ব্যবসায়ী আহসান হাবিব মজুমদার (৫২) ও পেড়িয়া ইউনিয়নের পেড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আবু জাফরের ছেলে হাফেজ আরিফুর রহমান নয়ন (১৮)। 

নয়ন হেসাখাল কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেন এবং নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে আহসান হাবিব পাশ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজারে নিজের জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে নাঙ্গলকোট-খিলা সড়ক দিয়ে গ্রামের বাড়ি আসছিলেন। নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহসান হাবিবকে উদ্ধার করে কুমিল্লা বেসরকারি মেডিক্যাল সেন্টার এবং আরিফুর রহমানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে দুইজন নিহতের কথা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজারে পুলিশের টহল টিমে হামলার ঘটনায় ২ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার
চলতি মাসেই নির্বাচনে অংশীজনের সঙ্গে সংলাপে বসবে ইসি
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন
সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাস্থ্য কৌশল আরও জোরদার করার আহ্বান এডিবি’র
শেখ হাসিনার বিচার আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে হবে: কাঠমান্ডু কনফারেন্সে নাজমুল হাসান
প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের মামলা
পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কাজে ফেরার নির্দেশ, অনিয়ম তদন্তে কমিটি গঠন
নতুন জ্ঞানের সন্ধান পেতে হলে গবেষণার সাহায্য নিতে হবে : চুয়েট ভিসি
১০