গোপালগঞ্জ, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): গোপালগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তাদের বৃত্তি প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের পৌর মিলনায়তনে জেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান হয়। চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৪৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসন (রাজস্ব) এস এম তারেক সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে ৫ উপজেলার এসএসসি ও সমমানের ১২৬ জন এবং এইচএসসি ও সমমানের ২০ জন কৃতী শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্য শেষে তাদের হাতে শিক্ষা উপকরণ ও এককালীন বৃত্তির চেক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।