সুনামগঞ্জে সুরযন্ত্র বাঁশির ব্যবহার ধরে রাখতে বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতা

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৬
সুরযন্ত্র বাঁশির ব্যবহার ধরে রাখতে বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতা। ছবি : বাসস

সুনামগঞ্জ, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অভিমানী প্রেমিক প্রেমের টানে, নদীর পাড়ে গিয়ে বাঁশি বাজিয়ে যখন বাশিঁর সুরে রাধারমণ দত্তের গানে সুর মিলায়’ আমারে যে রেখে গেলো উদাসী বানাইয়া গো, কালায় প্রাণটি নিলো বাশিঁটি বাজাইয়া।’ তখন ওই বাশিঁর সুরে প্রেমিকা ছটফট করে ঘরের বারান্দায় আসে, কখনও বাতায়ন ফিরে তাকায় তার মনের মানুষটিকে একবার দেখবার চায়। কিন্তু, ঘণ কুয়াশায় ঘেরা রজনী’। এভাবেই প্রেমের আদান প্রদান করতো তখনকার তরুণরা। প্রেমিকের এমন আবেগী বাঁশির সুরেই ক্লান্ত হয়েই ঘুমিয়ে যেতো প্রেমিকা। 

কালের পরিক্রমায় আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহারে প্রাচীন ঐতিহ্যের সুরযন্ত্র বাঁশি এখন খুব কমই দেখা যায়। তবে সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে সৌখিন শিল্পিরা এই বাঁশিকে এখনো তাদের গানের প্রধান উৎস হিসেবে ব্যবহার করেন। এখানে হাসন রাজা, রাধারমণ দত্ত, বাউল শাহ আব্দুল করিম ও দুর্বিন শাহের গান বেশির ভাগই বিরহের, তাই এইসব গানে ব্যাপকভাবে বাঁশি ব্যবহার হয়েছে। 

তাই প্রাচীন ঐতিহ্যের সুরযন্ত্র বাঁশির ব্যবহার ধরে রাখতে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে গতকাল বুধবার দিনব্যাপী ব্যাতিক্রমী বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতা সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় তিনি বলেন, বংশীবাদকের প্রতি আমার একটা ঈর্ষা আছে, আমি বাঁশি বাজাতে না পারার ঈর্ষা। আমি যদি বাঁশি বাজাতে পারতাম। শিক্ষাজীবনে হঠাৎ রাতে পড়ার সময় শুনতাম আমার বন্ধু বাঁশিতে সুর তুলতো ‘আমায় এতো রাতে কেন ডাক দিলি’। যখন বড় হলাম দেখলাম এতো ধরনের যন্ত্র বের হয়েছে সুরের, সেখানে বাঁিশ যে একটা যন্ত্র এটা ভুলে যাচ্ছে সকলে। এর চর্চা কমে যাচ্ছে। তখন মনে হলো আমি দায়িত্বশীল কেউ হলে বাঁশিকে তুলে ধরার কাজ করবো। 

তিনি আরও বলেন, এই উদ্যোগ আমি ইউএনও থাকতে নিয়েছিলাম। সেখানে খুব একটা সাড়া আসেনি। আমি খাগড়াছড়ি থাকতে চেয়েছিলাম একটা গ্যালারি করে দিবো পাহাড়ের উঁচুতে। যেখানে মানুষ চাঁদ দেখবে আর বাঁশি শুনবে। যে বাঁিশ বাজাবে তার বাঁশি শুনে অন্যরা টাকা দিবে তার উপার্জন হবে। সেসময় করতে না পারলেও আজ সুনামগঞ্জে আমার লালিত স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।

প্রতিযোগিতায় অংশ গ্রহন করে, সিলেট বিভাগসহ অন্যান্য জেলার ২০ জন বংশীবাদক। প্রতিযোগিতায় প্রথম হয়েছে জায়েদ মাহমুদ, দ্বিতীয় দোয়ারাবাজারের প্রলয় দাস, তৃতীয় সুনামগঞ্জ শহরের সুস্মিতা সুভদ্রা।

এই বাঁশির সুরযন্ত্র নিয়ে দোয়ারাবাজারের প্রলয় দাস বলেন, ২০ বছর ধরে বাঁশি বাজাই, কিন্তু বাঁশি বাজানোর প্রতিযোগিতা কোনদিন শুনিনি। এই প্রথম শুনলাম এবং অংশ নিলাম, এই আয়োজনে আমরা আনন্দদিত।

সুনামগঞ্জ শহরের জায়েদ মাহমুদ বলেন, এরকম আয়োজন শুধু জেলায় না, জাতীয় পর্যায়েও এমন আয়োজন হোক। সুনামগঞ্জ শহরের তরুণ বংশীবাদক শিক্ষার্থী সুস্মিতা দে বলেন, প্রথমে নিজে নিজে বাঁশি বাজানো শিখেছি। পরে ওস্তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি। আমার মতো যারা বাঁশি বাজাতে চায় তাদের জন্য শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণ বিভাগ রাখা জরুরি।

জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল বলেন, জেলা প্রশাসনের এমন আয়োজন ব্যাতিক্রম। দেশের অন্য কোথাও এমন আয়োজন হয়েছে বলে আমার জানা নেই। বাঁশি আমাদের ঐতিহ্য, শাশ্বত সময় থেকে আমাদের শিল্পের সাথে একীভূত হয়ে আছে। সেই আশা থেকে আবার চাই বাঁশির পুনর্জাগরণ হোক। বাঁশির চর্চা আরো বাড়ুক। আমাদের পরিকল্পনা আছে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাঁশি প্রশিক্ষণের আলাদা ব্যবস্থা করার। 

এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে, সিলেট বিভাগসহ অন্যান্য জেলার ২০ জন বংশীবাদক। প্রতিযোগিতায় প্রথম হয়েছে জায়েদ মাহমুদ, দ্বিতীয় দোয়ারাবাজারের প্রলয় দাস, তৃতীয় সুনামগঞ্জ শহরের সুস্মিতা সুভদ্রা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অভিযানে ২ লাখ ৮৫ হাজার টাকা রাজস্ব আদায় করেছে চসিক
গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদার ১৪ কর্মকর্তা বদলি
ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ঢাবি উপাচার্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা
বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ ও শুল্ক কমানো নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল
কক্সবাজারে পুলিশের টহল টিমে হামলার ঘটনায় ২ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার
চলতি মাসেই নির্বাচনে অংশীজনের সঙ্গে সংলাপে বসবে ইসি
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন
সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
হংকংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১০