কক্সবাজার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার মহেশখালীতে যৌথ অভিযানে অপরাধীদের পাঁচটি আস্তানা ধ্বংস ও দেশীয় তৈরি ১০টি অস্ত্র ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া, আস্তানাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অভিযান টানা আট ঘণ্টা চলে। ড্রোনের মাধ্যমে পাহাড়ে লুকানো অপরাধীদের আস্তানা শনাক্ত করা হয়। তবে অভিযানের সময় অপরাধীরা পালিয়ে যায়।
কক্সবাজারের মহেশখালী উপজেলার পাহাড়ি এলাকায় র্যাব, পুলিশ ও নৌবাহিনীর ২২০ সদস্যের অংশগ্রহণে এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান বলেন, মহেশখালীর গহীন পাহাড়ে কয়েকটি গ্রুপ অস্ত্র তৈরি ও অপরাধ নিয়ন্ত্রণ করছে। এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর পাশেই সরকারি এসপিএম প্রকল্প, ১২০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণ কাজ চলছে। তাই এলাকাকে অপরাধমুক্ত রাখতে নিয়মিত যৌথ অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মহেশখালীকে অপরাধমুক্ত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।