দুর্গাপূজায় নৌ পুলিশের অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে : অতিরিক্ত আইজিপি

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৯
নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান। ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নৌ অধিক্ষেত্রে (এলাকায়) পূজামণ্ডপ, প্রতিমা বিসর্জনের স্থান ও নদীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান। 

আজ বৃহস্পতিবার রাজধানীর নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫’ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। 

সভায় পূজা কমিটির করণীয়, প্রতিমা তৈরির সময় ও পূজা চলাকালীন করণীয়, নৌ পুলিশের করণীয় এবং প্রতিমা বিসর্জনের সময় করণীয়-বর্জনীয় বিষয়ে আলোচনা হয়। পূজা কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে পূজা শুরুর দিন থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত নৌ পথে যেকোনো অনাকাঙ্খিত ঘটনা রোধে টহল জোরদারের পরামর্শ দেন এবং নৌ পুলিশের সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে নৌ পুলিশের ১১টি অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হবে। পূজামণ্ডপে নারী ও শিশুদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট অঞ্চলের পুলিশ সুপারদের সরাসরি উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, অনাকাঙ্খিত ঘটনা ও দুর্বৃত্তায়ন প্রতিরোধে নৌ পুলিশের টহল ও নজরদারি জোরদার থাকবে। এসময় তিনি পূজা কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, নৌ পুলিশ সবসময় তাদের পাশে থাকবে।

সভায় উপস্থিত ছিলেন- নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ পূজা কমিটির নেতৃবৃন্দ। অনেকেই ভার্চুয়ালি সভায় যোগ দেন।

সভা শেষে পূজা কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে অতিরিক্ত আইজিপি শারদীয় শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
ইসির ৬১ কর্মকর্তা বদলি
জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : ইইউ রাষ্ট্রদূত
নেপালের সাবেক প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে 
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নোবিপ্রবিতে ‘লাইন ফলোয়িং রোবট অবস্ট্যাকল এভয়েডিং রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
অভিযানে ২ লাখ ৮৫ হাজার টাকা রাজস্ব আদায় করেছে চসিক
গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদ মর্যাদার ১৪ কর্মকর্তা বদলি
১০