দুর্গাপূজায় নৌ পুলিশের অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে : অতিরিক্ত আইজিপি

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৯
নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান। ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নৌ অধিক্ষেত্রে (এলাকায়) পূজামণ্ডপ, প্রতিমা বিসর্জনের স্থান ও নদীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান। 

আজ বৃহস্পতিবার রাজধানীর নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫’ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। 

সভায় পূজা কমিটির করণীয়, প্রতিমা তৈরির সময় ও পূজা চলাকালীন করণীয়, নৌ পুলিশের করণীয় এবং প্রতিমা বিসর্জনের সময় করণীয়-বর্জনীয় বিষয়ে আলোচনা হয়। পূজা কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে পূজা শুরুর দিন থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত নৌ পথে যেকোনো অনাকাঙ্খিত ঘটনা রোধে টহল জোরদারের পরামর্শ দেন এবং নৌ পুলিশের সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে নৌ পুলিশের ১১টি অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হবে। পূজামণ্ডপে নারী ও শিশুদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট অঞ্চলের পুলিশ সুপারদের সরাসরি উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, অনাকাঙ্খিত ঘটনা ও দুর্বৃত্তায়ন প্রতিরোধে নৌ পুলিশের টহল ও নজরদারি জোরদার থাকবে। এসময় তিনি পূজা কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, নৌ পুলিশ সবসময় তাদের পাশে থাকবে।

সভায় উপস্থিত ছিলেন- নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ পূজা কমিটির নেতৃবৃন্দ। অনেকেই ভার্চুয়ালি সভায় যোগ দেন।

সভা শেষে পূজা কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে অতিরিক্ত আইজিপি শারদীয় শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০