ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভীতি নয়, সচেতনতা তৈরি করতে হবে : চসিক মেয়র 

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৯
ছবি : বাসস

চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সুস্থ নগরী গড়ে তুলতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভীতি নয়, সচেতনতা তৈরি করতে হবে। 

আজ বৃহস্পতিবার নগরীর টাইগারপাসের চসিক কার্যালয়ে আয়োজিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরীতে মাসব্যাপী উদযাপন ও প্রচারণা যৌথভাবে পরিচালনা করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিএসসিআর (প্রা.) লিমিটেড ও পিজিএস একাডেমিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন, অক্টোবর মাস জুড়ে নগরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সচেতনতা সমাবেশ, প্রদর্শনী এবং প্রচারণা চলবে। এছাড়া গণমাধ্যমে টক-শো, লিফলেট বিতরণসহ ব্যাপক প্রচারণা কার্যক্রম চালানো হবে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেন, সিএসসিআর (প্রা.) লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী এবং পিজিএস একাডেমিয়ার পক্ষে সংস্থাটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদ করিম স্বাক্ষর করেন।

এ সময় মেয়র আরও বলেন, হেলদি সিটি গড়ে তুলতে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। সিএসসিআর ও পিজিএস একাডেমিয়া যৌথভাবে স্কুল-কলেজে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সমাবেশ, প্রশিক্ষণ ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে। মাসজুড়ে সিএসসিআর হাসপাতাল বিনামূল্যে কনসালটেশন প্রদান করবে এবং প্রয়োজনীয় রোগীদের জন্য পরীক্ষার ক্ষেত্রে ৫০% ছাড় দেওয়া হবে।

অনুষ্ঠানে দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক মাসব্যাপী এ প্রচারণায় এবং সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে তার সর্বাত্মক সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা, সিএসসিআর (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও সিডিএ বোর্ড সদস্য জাহিদুল করিম কচি, অধ্যাপক ডা. এম.এ.কাশেম এবং ডা. সালাউদ্দিন মাহমুদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ড. জুলিয়া মঈন প্রধান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নতুন মহাপরিচালক
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
ইসির ৬১ কর্মকর্তা বদলি
জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : ইইউ রাষ্ট্রদূত
নেপালের সাবেক প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে 
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নোবিপ্রবিতে ‘লাইন ফলোয়িং রোবট অবস্ট্যাকল এভয়েডিং রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
১০