ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভীতি নয়, সচেতনতা তৈরি করতে হবে : চসিক মেয়র 

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৯
ছবি : বাসস

চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সুস্থ নগরী গড়ে তুলতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভীতি নয়, সচেতনতা তৈরি করতে হবে। 

আজ বৃহস্পতিবার নগরীর টাইগারপাসের চসিক কার্যালয়ে আয়োজিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরীতে মাসব্যাপী উদযাপন ও প্রচারণা যৌথভাবে পরিচালনা করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিএসসিআর (প্রা.) লিমিটেড ও পিজিএস একাডেমিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন, অক্টোবর মাস জুড়ে নগরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সচেতনতা সমাবেশ, প্রদর্শনী এবং প্রচারণা চলবে। এছাড়া গণমাধ্যমে টক-শো, লিফলেট বিতরণসহ ব্যাপক প্রচারণা কার্যক্রম চালানো হবে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেন, সিএসসিআর (প্রা.) লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী এবং পিজিএস একাডেমিয়ার পক্ষে সংস্থাটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদ করিম স্বাক্ষর করেন।

এ সময় মেয়র আরও বলেন, হেলদি সিটি গড়ে তুলতে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। সিএসসিআর ও পিজিএস একাডেমিয়া যৌথভাবে স্কুল-কলেজে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সমাবেশ, প্রশিক্ষণ ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে। মাসজুড়ে সিএসসিআর হাসপাতাল বিনামূল্যে কনসালটেশন প্রদান করবে এবং প্রয়োজনীয় রোগীদের জন্য পরীক্ষার ক্ষেত্রে ৫০% ছাড় দেওয়া হবে।

অনুষ্ঠানে দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক মাসব্যাপী এ প্রচারণায় এবং সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে তার সর্বাত্মক সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা, সিএসসিআর (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও সিডিএ বোর্ড সদস্য জাহিদুল করিম কচি, অধ্যাপক ডা. এম.এ.কাশেম এবং ডা. সালাউদ্দিন মাহমুদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০