রাজশাহীতে খোলা ভোজ্যতেল ব্যবহারে সচেতনতামূলক কর্মশালা

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩১
ছবি: বাসস

রাজশাহী, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহী মহানগরীতে কেমিকেলের খোলা ড্রামের ভোজ্যতেল ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালাটি হয়। জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএসটিআই এর মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম। 

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল আলম, ডেপুটি সিভিল সার্জন।

বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেন, ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন ২০১৩ সালে পাস হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি বিএসটিআই ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এই আইন বাস্তবায়নে কাজ করছে। বর্তমানে বাজারে ড্রাম ও প্যাকেটজাত উভয় ধরনের ভোজ্যতেল পাওয়া যাচ্ছে। ড্রামজাত তেলের গুণগত মান মানদণ্ডের নিচে, এতে ভিটামিন এ এর ঘাটতি রয়েছে। অথচ ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ জনস্বাস্থ্যের জন্য জরুরী। 

তিনি আরও বলেন, ভোজ্যতেলের পিইটি বোতলে ভিটামিন এ সমৃদ্ধকরণ নিশ্চিত করা গেলেও খোলা তেলে নিশ্চিত করা সম্ভব হয়নি। 

কর্মশালায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০