রাজশাহীতে খোলা ভোজ্যতেল ব্যবহারে সচেতনতামূলক কর্মশালা

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩১
ছবি: বাসস

রাজশাহী, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহী মহানগরীতে কেমিকেলের খোলা ড্রামের ভোজ্যতেল ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালাটি হয়। জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএসটিআই এর মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম। 

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল আলম, ডেপুটি সিভিল সার্জন।

বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেন, ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন ২০১৩ সালে পাস হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি বিএসটিআই ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এই আইন বাস্তবায়নে কাজ করছে। বর্তমানে বাজারে ড্রাম ও প্যাকেটজাত উভয় ধরনের ভোজ্যতেল পাওয়া যাচ্ছে। ড্রামজাত তেলের গুণগত মান মানদণ্ডের নিচে, এতে ভিটামিন এ এর ঘাটতি রয়েছে। অথচ ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ জনস্বাস্থ্যের জন্য জরুরী। 

তিনি আরও বলেন, ভোজ্যতেলের পিইটি বোতলে ভিটামিন এ সমৃদ্ধকরণ নিশ্চিত করা গেলেও খোলা তেলে নিশ্চিত করা সম্ভব হয়নি। 

কর্মশালায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ড. জুলিয়া মঈন প্রধান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নতুন মহাপরিচালক
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
ইসির ৬১ কর্মকর্তা বদলি
জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : ইইউ রাষ্ট্রদূত
নেপালের সাবেক প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে 
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নোবিপ্রবিতে ‘লাইন ফলোয়িং রোবট অবস্ট্যাকল এভয়েডিং রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
১০