সিলেট, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট নগর গড়তে আগামী ১ অক্টোবর থেকে চালু করা হচ্ছে প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ জেনিয়া (GenieA)। এই অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ এক ক্লিকেই মিলবে জরুরি পুলিশি সহায়তা।
আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নবাগত কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী এ কথা জানান।
এসএমপি কমিশনার বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন বদলেছে। তাই নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন তৈরি করতে এই অ্যাপ চালু করা হয়েছে।
কমিশনার জানান, জেনিয়া অ্যাপের মাধ্যমে সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী-শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক, ভবিষ্যতে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধ, ড্রোন নজরদারি, আইনি সহায়তা এবং ব্লকচেইন ভিত্তিক সাক্ষ্য-প্রমাণ সুরক্ষার মতো সুবিধাও যুক্ত করা হবে।