বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন এনসিপির আখতার-আকরাম

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪১ আপডেট: : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫০
ছবি : বাসস

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য যুগ্ম সচিব আকরাম হোসেনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহা. সাইফুর রহমান মজুমদারের আদালতে মামলার চার্জ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন তাদের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম তাদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো কোনো উপাদান না থাকায় তাদের অব্যাহতি প্রদান করেন।

আখতার ও আকরামের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পবিত্র মাহে রমজানে গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছিলেন আখতার হোসেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে শাহবাগ থানায় মামলা করে। পরবর্তী সময়ে গ্রেফতার দেখানো হয়। তবে কারাগারে থাকাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবে শান্তিপূর্ণ অবস্থানকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। একই বছরের ১৭ এপ্রিল শাহবাগ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় করা এ মামলায় তাকে আবারও গ্রেফতার দেখানো হয়।  এরপর তাদের বিরুদ্ধে চার্জশিট দেন পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০