বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন এনসিপির আখতার-আকরাম

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪১ আপডেট: : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫০
ছবি : বাসস

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য যুগ্ম সচিব আকরাম হোসেনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহা. সাইফুর রহমান মজুমদারের আদালতে মামলার চার্জ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন তাদের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম তাদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো কোনো উপাদান না থাকায় তাদের অব্যাহতি প্রদান করেন।

আখতার ও আকরামের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পবিত্র মাহে রমজানে গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছিলেন আখতার হোসেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে শাহবাগ থানায় মামলা করে। পরবর্তী সময়ে গ্রেফতার দেখানো হয়। তবে কারাগারে থাকাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবে শান্তিপূর্ণ অবস্থানকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। একই বছরের ১৭ এপ্রিল শাহবাগ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় করা এ মামলায় তাকে আবারও গ্রেফতার দেখানো হয়।  এরপর তাদের বিরুদ্ধে চার্জশিট দেন পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০