সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৯
ছবি: সংগৃহীত

সিলেট, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা দপ্তরের প্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, জেলা ও উপজেলা পর্যায়ের হিন্দু ধর্মীয় সংগঠন ও পূজা উদযাপন কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের গৃহীত সিদ্ধান্ত ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এর আলোকে তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। নিশ্চিন্তে ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদযাপনে তারা প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক দলসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন সভায় জেলা প্রশাসক। নির্বিঘ্নে পূজা উদযাপন ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রত্যেক পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, চেকপোস্টের মাধ্যমে সার্বক্ষণিক তল্লাশি কার্যক্রম বজায় রাখা ও দায়িত্বশীল স্বেচ্ছাসেবী নিয়োগের বিষয়ে গুরুত্ব দেন। 

তিনি বলেন ধর্মীয় সম্প্রীতির দিক থেকে সিলেট অনন্য। এই ধারাবাহিকতা বজায় রেখে সকলের সহযোগিতায় সিলেটে উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা উদযাপিত হবে।

পূজা চলাকালে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার পাশাপাশি তিনি সব ধরণের গুজব প্রতিহত করার পরামর্শ দেন। কোনো বিষয় সম্পর্কে নিশ্চিত না হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে তা প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ জানান। এছাড়া তিনি প্রশাসন, পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং সেল গঠনের মাধ্যমে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস প্রদান করেন।

সভায় আইন-শৃঙ্খলা ও গোয়েন্দা দপ্তরের প্রতিনিধিরা সবগুলো পূজামণ্ডপ গোয়েন্দা নজরদারিতে রাখা হবে বলে জানান। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের মোবাইল টিম দিন-রাত টহল পরিচালনা করবে বলে জানানো হয়। সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উল্লেখ্য দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হবে যা ২৪ ঘণ্টা কার্যকর থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ড. জুলিয়া মঈন প্রধান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নতুন মহাপরিচালক
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
ইসির ৬১ কর্মকর্তা বদলি
জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : ইইউ রাষ্ট্রদূত
নেপালের সাবেক প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে 
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নোবিপ্রবিতে ‘লাইন ফলোয়িং রোবট অবস্ট্যাকল এভয়েডিং রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
১০