কক্সবাজার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কক্সবাজারের মহেশখালীতে পুলিশ, র্যাব এবং নৌ বাহিনীর যৌথ অভিযানে পুলিশের টহল টিমের গাড়িতে হামলার ঘটনায় মো. আনসার ও গাফফার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, যৌথ অভিযানে পাঁচটি দেশীয় একনলা বন্দুক, পাঁচটি দেশীয় এলজি, ২৪ রাউন্ড তাজা গুলি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গতরাত পৌনে একটায় কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের আফজালিয়া পাড়া এলাকায় মহেশখালী থানা পুলিশের টহল টিমের গাড়ি লক্ষ্য করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ছররা গুলি বর্ষণ করে। গুলিতে মহেশখালী থানার টহল টিমের দায়িত্বরত তিন পুলিশ সদস্য আহত হন।
বর্তমানে ওই এলাকায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।