গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫০

চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শ্যাফট বিকল হয়ে চারদিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট ‘এফবি মাসুদা শাহীন’র ১৭ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম বলেন, গত ৩১ আগস্ট রোববার চট্টগ্রাম ফিশারি ঘাট এলাকা হতে এফবি মাসুদা শাহীন নামক ফিশিং বোট ১৭ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে।

৭ সেপ্টেম্বর রাতে বোটটির শ্যাফট ভেঙ্গে গিয়ে বিকল হয়ে চারদিন যাবৎ সমুদ্রে ভাসতে থাকে। ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর, গত ১০ সেপ্টেম্বর বুধবার দুপুর ১টায় বোটের একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নাম্বার ১৬১১১ এ সাহায্যের জন্য আবেদন করলে বিষয়টি কোস্টগার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় কোস্টগার্ড জাহাজ শ্যামল বাংলা উদ্ধার অভিযান চালিয়ে করে ১৭ জন জেলেসহ বিকল হওয়া বোটটিকে নিরাপদে উদ্ধার করেছে এবং প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়।

উদ্ধারকৃত ১৭ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আর্ত মানবতার সেবায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০