খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল। ছবি : বাসস

বগুড়া, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবসে তাঁর সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির উদ্যোগে গতকাল বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মনোয়ার হোসেন।

বিএনপি মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গতকাল ছিল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি থেকে তাকে ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে তৎকালীন সেনাসমর্থিত সরকার গ্রেফতার করে। পরের বছর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর আদালতের নির্দেশে সংসদ ভবনের বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান। এরপর থেকে দিনটি বিএনপিসহ বিভিন্ন সংগঠন কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০