মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫

চট্টগ্রাম, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিশুসহ দু’জন নিহত হয়েছেন। এসময় আরও চারজন আহত হয়েছেন। নিহতরা সম্পর্কে বাবা-মেয়ে।

শুক্রবার সকালে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি নিয়ে যান।

নিহতরা হলেন গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যা শিশু মুসকান। আহতরা হলেন নিহত গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), সাগর (৩০) ও গাড়ি চালক গিয়াস উদ্দিন (৩০)। সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা।

জানা যায়, গোলাম সরওয়ার সপরিবার ঢাকা থেকে চট্টগ্রামে যান। শুক্রবার ভোরে ফয়েসলেক ও কক্সবাজার যাওয়ার কথা ছিল। পথে ঠাকুরদিঘী এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে কারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাবা-মেয়ে প্রাণ হারান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, সকালে চট্টগ্রামমুখী প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ-১৩-৭৩৪৮) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো উ-১১-৭১৬৮) পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দু’জন নিহত ও চারজন আহত হন। গুরুতর আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। গোলাম সরওয়ারের স্ত্রী ও ছেলেও সামান্য আহত হয়েছেন। তারা এখন মোটামুটি সুস্থ আছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
ঘানায় সেনা নিয়োগের বাছাইয়ে পদদলিত হয়ে নিহত ৬
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৬.৪ শতাংশ প্রবৃদ্ধি
নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে দায়িত্বশীল থাকার আহ্বান এফবিসিসিআই'র
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট শুরু
আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হলেন সুপ্রিম কোর্টের ১৯ আইনজীবী
জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে: তারেক রহমান 
ইসলামিক সলিডিরাটি গেমসে টেবিল টেনিসে বাংলাদেশের পদক নিশ্চিত
শেরপুরে পাট চাষীদের প্রশিক্ষণ 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৪০০ মামলা
১০