লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন ও বন্যার্তদের সহায়তা

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৫
ছবি: বাসস

রাঙ্গামাটি, ১২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার লংগদু উপজেলার মাইনী বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার।

আজ শুক্রবার সকালে তিনি ক্ষতিগ্রস্ত মাইনী বাজার পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

এ সময় জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন, লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ, মাইনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন সওদাগর সহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে কাজল তালুকদার বলেন, ক্ষতিগ্রস্ত যাতে ভালো সহায়তা পায় সেজন্য পার্বত্য উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে সহায়তা প্রদান করা হবে।

তিনি উপজেলায় রিজার্ভ পানির ট্যাংক নির্মাণসহ জরুরি অগ্নিনির্বাপনে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামাদি প্রদানের আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের খাদ্যশস্য, মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান ও বাজারের জন্য সোলার প্যানেল প্রদান করেন।

গতকাল বৃহস্পতিবার মাইনী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭টি দোকান ও বসতঘর পুড়ে যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
ঘানায় সেনা নিয়োগের বাছাইয়ে পদদলিত হয়ে নিহত ৬
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৬.৪ শতাংশ প্রবৃদ্ধি
নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে দায়িত্বশীল থাকার আহ্বান এফবিসিসিআই'র
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট শুরু
আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হলেন সুপ্রিম কোর্টের ১৯ আইনজীবী
জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে: তারেক রহমান 
ইসলামিক সলিডিরাটি গেমসে টেবিল টেনিসে বাংলাদেশের পদক নিশ্চিত
শেরপুরে পাট চাষীদের প্রশিক্ষণ 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৪০০ মামলা
১০