মুন্সীগঞ্জ পৌরসভায় ১৩ টি উন্নয়ন প্রকল্প গ্রহণ

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪০
ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জ পৌরসভায় আইইউজিআইপি প্রকল্পের আওতায় ১২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে  ১৩টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। 

মুন্সীগঞ্জ পৌরসভা সূত্রে জানা যায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের  ২০২৪-২০২৫অর্থ বছরের ৩ নং প্যাকেজের  আওতায় ১২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে  ১৩ টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। 

প্রকল্প সমূহের মধ্যে রয়েছে বিভিন্ন রাস্তার বিটুমিনাস কার্পেটিং ,আরসিসি রাস্তা নির্মাণ ও সংস্কার , টপ স্লাব নির্মাণ ,আরসিসি ড্রেন এবং ঘাটলা নির্মাণ। মুন্সীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন জানান ১৩ টি প্রকল্পের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক হতে হাটলক্ষীগঞ্জ মসজিদ পর্যন্ত রাস্তা , জেলা পরিষদ হতে কাটাখালী বাজার পর্যন্ত রাস্তা , বৈখর স্কুল হতে বিলের কানি মসজিদ পর্যন্ত রাস্তা , গণকপাড়া মিলন ক্লাব হতে হাসপাতাল রোড পর্যন্ত রাস্তা , মানিক বেপারীর ঘাট হতে ফরাজী বাড়ী ঘাট পর্যন্ত রাস্তা , সুলতান কাউন্সিলের বাড়ী হতে আমির মোল্লার বাড়ী পর্যন্ত রাস্তা ,মুন্সীরহাট ইসলামী ব্যাংক হতে খোকা সাহেবের বাড়ি পর্যন্ত রাস্তা , মুন্সীগঞ্জ সুপার মার্কেট হতে পতাকা ৭১ পর্যন্ত রাস্তার উন্নয়ন এবং রাস্তার পাশে আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। 

মুন্সীগঞ্জ পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, প্যাকেজ - ৩ এর প্রকল্পগুলো স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ঢাকাস্থ প্রজেক্ট অফিস দরপত্র আহ্বান করে মূল্যায়ন করছে। আগামী ১ মাসের মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে। এ সব উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত হলে মুন্সীগঞ্জ পৌরসভার সড়ক পথের উন্নয়ন  এবং জলাবদ্ধতা দূর হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০