শেরপুরে নিখোঁজের দুদিন পর শিশুর লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৮

শেরপুর, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার ঝিনাইগাতীতে নিখোঁজের দুইদিন পর ১০ বছর বয়সী এক শিশুর লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। 

মৃত ওই শিশুর নাম ইলিয়াস উদ্দিন (১০)।  সে উপজেলার গান্ধিগাঁও এলাকার কালু গাজীর ছেলে এবং স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, গত বুধবার সকালে খেলতে গিয়ে  নিখোঁজ হয় ইলিয়াস। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিকে গতকাল গভীর রাতে বাড়ির পাশের নদীতে শিশুটির লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

এবিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
ঘানায় সেনা নিয়োগের বাছাইয়ে পদদলিত হয়ে নিহত ৬
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৬.৪ শতাংশ প্রবৃদ্ধি
নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে দায়িত্বশীল থাকার আহ্বান এফবিসিসিআই'র
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট শুরু
আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হলেন সুপ্রিম কোর্টের ১৯ আইনজীবী
জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে: তারেক রহমান 
ইসলামিক সলিডিরাটি গেমসে টেবিল টেনিসে বাংলাদেশের পদক নিশ্চিত
শেরপুরে পাট চাষীদের প্রশিক্ষণ 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৪০০ মামলা
১০