ময়মনসিংহে ৫,৪৪৬ কেজি পলিথিন জব্দ

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৭
ছবি: বাসস

ময়মনসিংহ, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজার এলাকায় র‌্যাব-১৪, সদর কোম্পানি ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। 

এ সময় একটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয় বলে জানান র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

র‌্যাব জানায়, র‌্যাব-১৪ ময়মনসিংহ সদর কোম্পানির উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাহ্ মো. রাশেদ রাহাত এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে পরিবেশবিরোধী পলিথিন মজুদ ও বিক্রির দায়ে শুকরিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই প্রতিষ্ঠান থেকে ৫২০ কেজি পলিথিন এবং তাদের গোডাউন থেকে আরও ২ হাজার ৫৫৮ কেজি পলিথিন জব্দ করা হয়।

এ ছাড়া ফারুকের গোডাউন থেকে ১ হাজার ৩৯ কেজি এবং বিআরবি ক্লথ প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৩২৯ কেজি পলিথিন উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৫ হাজার ৪৪৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন 
ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা: ভূমিধ্বসের আশঙ্কা 
১০