দিনাজপুরের বীরগঞ্জ বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৯
ছবি: বাসস

দিনাজপুর, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বীরগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ  ও একটি ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩'টায় বীরগঞ্জ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপির সহযোগিতায় শালবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ ঘোষণার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর আহমেদ।

তিনি তার বক্তব্যে বলেন, বীরগঞ্জ উপজেলার ১২'টি ইউনিয়নের মধ্য মোহনপুর, পাল্টাপুর, নিজপাড়া ও সুজালপুর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত এবং সুজালপুর ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত এলাকা হিসাবে ঘোষণা করা হলো। আজকের এই ঘোষনার মধ্যে দিয়ে এই উপজেলায় ইতিবাচক পরিবর্তনের সূচনা শুরু করা হয়ে গেল। 

আগামী দিনে উপজেলার অপর ৮টি ইউনিয়ন যাতে এভাবে বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষনার লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা করবেন, এটা আমি আশা করছি। এতে শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ তৈরি হবে। ইতোমধ্যে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৪'টি ইউনিয়নের ১৯ হাজার ১০৩ জন কিশোর-কিশোরীকে সচেতন করা হয়েছে বলে তিনি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে,বিশেষ অতিথির,বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার ওসি পরিদর্শক মো. আব্দুল গফুর, ওয়ার্ল্ড ভিশনের ডিপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশনস) জেনি মিলড্রেড ডি ক্রুজ, সিনিয়র ডিরেক্টর (অপারেশনস) চন্দন জেড গমেজ, ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল এবং সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ২০২৭ সালের জুন মাসে মধ্যে সমগ্র বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত করার লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দুস্থ পরিবারের মধ্যে ৪০টি ছাগল বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজীপুরে আগ্নেয়াস্ত্রসহ ১ জন গ্রেফতার
নতুন নেতা খুঁজছে নেপাল, সহিংসতার পর রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী
তারুণ্যের উৎসব : চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
৫২ ঘণ্টা পর চবি’র ৯ শিক্ষার্থীর অনশন ভাঙালেন উপাচার্য
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বৃদ্ধি করলো জাপান
সিলেটে সোয়া ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
রুশ মহড়ায় তাৎক্ষণিক সামরিক হুমকি দেখছে না ন্যাটো
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ২ আসামি গ্রেফতার
খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতির প্রাণশক্তি : মুক্তিযুদ্ধ উপদেষ্টা
সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের মানুষের সমান অংশগ্রহণ জরুরি : চসিক মেয়র
১০