ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৬
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহে বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

ঝিনাইদহ, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলায় আজ বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বেলা ১২টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন মন্দিরের পুরোহিত, সেবায়েত, সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মজিদ।

জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সমীর কুমার হালদারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান, পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শামসুজ্জামান লাকী ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস ও সদস্য সচিব প্রহল্লাদ সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত প্রমুখ।

সভায় জেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মজিদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র এ দেশে আর সফল হবে না। সনাতনী ভাইবোনেরা যেন নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমরা সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্কের আরেকটি গ্রামের মালিকানা দাবি রাশিয়ার
কুমিল্লা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বিগত ১৭ বছর স্বাধীন সাংবাদিকতাকে চেপে ধরা হয়েছিল : সিকৃবি উপাচার্য
ইসরাইলি হামলার নিন্দা জানাতে কাতারে আরব ও মুসলিম নেতাদের বৈঠক
রাজধানীতে অভিযানে গ্রেফতার ১০
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যুবাদের চতুর্থ ম্যাচও পরিত্যক্ত
বার্ন ইনিস্টিউট থেকে ছাড়পত্র পেলেন আরও দুই মাইলস্টোন শিক্ষার্থী
পুলিশের অভিযানে চুরি যাওয়া প্রায় ২৫ লাখ টাকাসহ গ্রেফতার ১
শোকাহত নেপালিরা আশা করছেন বিক্ষোভে মৃত্যু পরিবর্তন আনবে
সল্টের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ডময় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল ইংল্যান্ড
১০