সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুটের ঘটনায় গ্রেফতার ১

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৬
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুটের ঘটনায় আরকান চৌধুরী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

এ সময় তার কাছ থেকে লুটকৃত ৬০ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে কাঞ্চনা ইউনিয়নের নিজ বাড়ি থেকে আরকানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরকান উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. জাগির হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ সেপ্টেম্বর গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা তুলে সিএনজি চালিত একটি অটোরিকশাযোগে ব্যাংকটির কাঞ্চনা সাতকানিয়া শাখায় যাচ্ছিলেন কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরী। 

এ সময় অটোরিকশায় থাকা যাত্রীবেশী তিন ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে ওই কর্মকর্তার কাছ থেকে তিন লাখ টাকা ও একটি মোবাইল (আইফোন) সেট ছিনিয়ে নেয়। 

পরে অটোরিকশাটি কিছু দূর গেলে ওই কর্মকর্তাকে অটোরিকশা থেকে সড়কের পাশে ধাক্কা দিয়ে ফেলে অটোরিকশাযোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

এ ঘটনায় শাখা ব্যবস্থাপক মো. ফোরকান বাদী হয়ে ঘটনার দিন রাতে তিন জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। 

এই মামলায় আরকান চৌধুরীকে শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামি আরকান চৌধুরী ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ সময় তার দেওয়া তথ্যমতে, ঘরের খাটের তোষকের নিচে ও আলমারির ড্রয়ার থেকে ৬০ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। 

ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০