সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুটের ঘটনায় গ্রেফতার ১

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৬
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুটের ঘটনায় আরকান চৌধুরী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

এ সময় তার কাছ থেকে লুটকৃত ৬০ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে কাঞ্চনা ইউনিয়নের নিজ বাড়ি থেকে আরকানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরকান উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. জাগির হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ সেপ্টেম্বর গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা তুলে সিএনজি চালিত একটি অটোরিকশাযোগে ব্যাংকটির কাঞ্চনা সাতকানিয়া শাখায় যাচ্ছিলেন কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরী। 

এ সময় অটোরিকশায় থাকা যাত্রীবেশী তিন ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে ওই কর্মকর্তার কাছ থেকে তিন লাখ টাকা ও একটি মোবাইল (আইফোন) সেট ছিনিয়ে নেয়। 

পরে অটোরিকশাটি কিছু দূর গেলে ওই কর্মকর্তাকে অটোরিকশা থেকে সড়কের পাশে ধাক্কা দিয়ে ফেলে অটোরিকশাযোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

এ ঘটনায় শাখা ব্যবস্থাপক মো. ফোরকান বাদী হয়ে ঘটনার দিন রাতে তিন জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। 

এই মামলায় আরকান চৌধুরীকে শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামি আরকান চৌধুরী ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ সময় তার দেওয়া তথ্যমতে, ঘরের খাটের তোষকের নিচে ও আলমারির ড্রয়ার থেকে ৬০ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। 

ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ বেতারের মহাপরিচালকের রাঙ্গামাটি কেন্দ্র পরিদর্শন
এনসিএল টি-টোয়েন্টি শুরু কাল
সন্ত্রাসবাদ দমনে ফ্রান্স ও যুক্তরাজ্য প্রতিনিধিদলের সাথে এটিইউ প্রধানের সাক্ষাৎ
স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহে উত্তরাঞ্চলে চরবাসীর জীবনে স্বস্তি
হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসি’র সহযোগিতা চাইলেন ধর্ম উপদেষ্টা
রাজনৈতিক দলগুলোর ইশতেহারে শিক্ষা খাতকে গুরুত্ব দিতে হবে: বাংলা একাডেমির মহাপরিচালক
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য : সালাহউদ্দিন
ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্কের আরেকটি গ্রামের মালিকানা দাবি রাশিয়ার
কুমিল্লা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বিগত ১৭ বছর স্বাধীন সাংবাদিকতাকে চেপে ধরা হয়েছিল : সিকৃবি উপাচার্য
১০