চাকসু গঠনতন্ত্রে সহ-সম্পাদকের পদ বাতিল, যুক্ত হচ্ছে নতুন ৪ পদ

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:২১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) গঠনতন্ত্রে বড় পরিবর্তন এসেছে। বাদ দেওয়া হয়েছে চারটি সহ-সম্পাদকের পদ, আর যুক্ত হয়েছে নতুন চারটি সম্পাদকীয় পদ। একইসঙ্গে হল সংসদ থেকেও সব সহ-সম্পাদক পদ বাদ দেওয়া হয়েছে। 

আজ শনিবার দুপুরে এ তথ্য জানান চাকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি এই পরিবর্তন-পরিমার্জনের সিদ্ধান্ত নেয়। উপাচার্যের অনুমোদনক্রমে সংশোধিত গঠনতন্ত্র বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ড. কামাল উদ্দিন জানান, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক-সহ-সম্পাদকের জায়গায় এখন দুটি আলাদা পদ রাখা হয়েছে ‘সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক’ এবং ‘আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক’। এছাড়া আরও তিনটি নতুন পদ যুক্ত হয়েছে ‘পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক’, ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক’ এবং ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক’। কাঠামোতে পরিবর্তন এলেও মোট পদসংখ্যা ২৮-ই থাকছে।

সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, খেলাধুলা সম্পাদক ও সহ-সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক ও সহ-সম্পাদক, দপ্তর সম্পাদক ও সহ-সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক ও সহ-সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, ছাত্রী কল্যাণ সম্পাদক ও সহ-সম্পাদক (নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত), স্বাস্থ্য সম্পাদক, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্য।

হল সংসদের পদসমূহ : সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, খেলাধুলা সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজসেবা-পরিবেশ ও মানবাধিকার সম্পাদক, বিজ্ঞান-গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, স্বাস্থ্য সম্পাদক, রিডিংরুম-ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্য।

আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে চাকসু এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। চাকসু নির্বাচনের মনোনয়ন ফরমের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।  হল সংসদের জন্য ২০০ টাকা। আগ্রহী প্রার্থীরা ১৪ -১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর বেলা ৩টা।

প্রার্থীতা যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

উল্লেখ্য, ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। নিয়ম অনুযায়ী প্রতিবছর নির্বাচন হওয়ার কথা থাকলেও গত ৩৫ বছর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজা সিটি ছেড়েছে আড়াই লক্ষাধিক বাসিন্দা : ইসরাইলি সেনাবাহিনী
নির্বাচিত হলে দুই মাসে গ্যাস সুবিধা পাবে নাটোর : দুলু
জুলাই সনদের বিষয়ে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারের
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে কুয়েটে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
আগামী সোমবার ফাজিল অনার্স পরীক্ষার ফল প্রকাশ
লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী
মান্তা সম্প্রদায়ের শিক্ষায় আলোর পথ দেখাচ্ছে ‘বাতিঘর’ 
শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে : অর্থ উপদেষ্টা
গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চয়তার লক্ষ্যে সংস্কার কমিশনের সুপারিশ রিভিউ করার দাবি
ফ্যাসিস্টরা মাদরাসা শিক্ষা ধ্বংসের আয়োজন করেছিল : মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান
১০