গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৯:১০

ওয়াশিংটন, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, রাশিয়া ও চীনসহ কয়েকটি দেশ গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, যা জনসাধারণের অজানা। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রও শিগগিরই এমন পরীক্ষা চালাবে।

রোববার সিবিএস টেলিভিশনের ৬০ মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও পরীক্ষা চালাচ্ছে- কিন্তু তারা এসব বিষয়ে মুখ খোলে না। আমি চাই না যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হোক যে পরীক্ষা চালায় না।’

তিনি আরও বলেন, উত্তর কোরিয়া ও পাকিস্তানও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে তাঁর বিশ্বাস।

যুক্তরাষ্ট্রকে পারমাণবিক পরীক্ষা চালানোর নির্দেশ দেওয়ার ট্রাম্পের ঘোষণাকে ঘিরে নানা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে-বিশেষত তিনি ১৯৯২ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক বিস্ফোরণ বোঝাতে চেয়েছেন কিনা তা নিয়ে।

৭৯ বছর বয়সী রিপাবলিকান এই নেতা গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক সম্মেলনে যোগদানের কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে হঠাৎ এই ঘোষণা দেন।

রাশিয়া নতুন পারমাণবিকচালিত ক্রুজ মিসাইল ‘বুরেভেস্তনিক’ এবং পারমাণবিকচালিত ড্রোন পরীক্ষার দাবি জানানোর পর ট্রাম্পের এই মন্তব্য আসে।

যখন সিবিএস সরাসরি জানতে চায়, যুক্তরাষ্ট্র কি তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে, ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা অন্য দেশগুলোর মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করব।’

গত কয়েক দশকে উত্তর কোরিয়া ছাড়া আর কোনো দেশ পারমাণবিক বিস্ফোরণ চালিয়েছে বলে জানা যায়নি। রাশিয়া ১৯৯০ সালে এবং চীন ১৯৯৬ সালে সর্বশেষ এ ধরনের পরীক্ষা চালিয়েছিল।

ট্রাম্প বলেন, ‘তারা এসব বিষয় আপনাকে জানায় না। পৃথিবী অনেক বড়—আপনি জানেন না তারা কোথায় পরীক্ষা চালাচ্ছে। তারা গভীর ভূগর্ভে পরীক্ষা চালায়, যেখানে পরীক্ষার কোনো চিহ্ন বোঝা যায় না- শুধু হালকা কম্পন অনুভূত হয়।’

তবে ট্রাম্পের এই মন্তব্যের পর মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট রবিবার ফক্স নিউজকে বলেন, যুক্তরাষ্ট্র আসলে পূর্ণাঙ্গ পারমাণবিক বিস্ফোরণ নয়, বরং ‘সিস্টেম টেস্ট’ চালানোর পরিকল্পনা করছে।

তিনি বলেন, ‘এগুলো পারমাণবিক বিস্ফোরণ নয়, বরং নন-ক্রিটিক্যাল টেস্ট- যেখানে পারমাণবিক বোমার অন্যান্য অংশ পরীক্ষা করা হয় যাতে তা যথাযথভাবে বিস্ফোরণের প্রস্তুতি নেয়।’

উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে যুক্তরাষ্ট্র ‘কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট-ব্যান ট্রিটি’-র স্বাক্ষরকারী দেশ, যা সামরিক বা বেসামরিক- সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০