বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩০
আজ প্রশাসনিক ভবনের সভাকক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

রংপুর, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে উপাচার্য অর্থ কমিটির সব সদস্যকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

পরে অর্থ কমিটির সভাপতি উপাচার্য ও ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মো. শওকাত আলী বিভিন্ন আলোচ্য সূচি উপস্থাপন করেন।

সভায় বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। 

অর্থ কমিটির সভায় বেরোবি অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. শাহজামান, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম, বেরোবি দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি সিনিয়র সহকারী সচিব নাইমা খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বেরোবি প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আলতাফ হোসেন সরকার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশে ২৭৩ জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতি
বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী প্রযুক্তি মেলা 
গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী ও আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত
৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন
এডিবির স্বাধীন মূল্যায়নে বাণিজ্য অর্থায়নের সাফল্য তুলে ধরা হয়েছে
স্পেনে বন্যাদুর্গত অঞ্চলের নেতার পদত্যাগের ঘোষণা
গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প
চট্টগ্রামকে টেকসই পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: চসিক মেয়র 
১৮ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের মিশন দক্ষিণ আফ্রিকার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রথম দফায় ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
১০