বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩০
আজ প্রশাসনিক ভবনের সভাকক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

রংপুর, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে উপাচার্য অর্থ কমিটির সব সদস্যকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

পরে অর্থ কমিটির সভাপতি উপাচার্য ও ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মো. শওকাত আলী বিভিন্ন আলোচ্য সূচি উপস্থাপন করেন।

সভায় বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। 

অর্থ কমিটির সভায় বেরোবি অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. শাহজামান, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম, বেরোবি দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি সিনিয়র সহকারী সচিব নাইমা খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বেরোবি প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আলতাফ হোসেন সরকার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে অর্থদণ্ড ও হাইড্রলিক হর্ন জব্দ
বাংলামোটরে মিছিল : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী কারাগারে
গাজা সিটি ছেড়েছে আড়াই লক্ষাধিক বাসিন্দা : ইসরাইলি সেনাবাহিনী
নির্বাচিত হলে দুই মাসে গ্যাস সুবিধা পাবে নাটোর : দুলু
জুলাই সনদের বিষয়ে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারের
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে কুয়েটে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
আগামী সোমবার ফাজিল অনার্স পরীক্ষার ফল প্রকাশ
লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী
মান্তা সম্প্রদায়ের শিক্ষায় আলোর পথ দেখাচ্ছে ‘বাতিঘর’ 
শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে : অর্থ উপদেষ্টা
১০