বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে কুয়েটে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৮
কুয়েট উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী আজ বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : বাসস

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠাবার্ষিকী ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুয়েট উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও আইইপিটি’র পরিচালক প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম ইকরামুল হক।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবসে আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণকারী হলসমূহের মধ্য থেকে সেরা র‌্যালির স্থান করে নেওয়া রোকেয়া হল (প্রথম), শহীদ স্মৃতি হল (দ্বিতীয়) ও ফজলুল হক হলকে (তৃতীয়) পুরস্কৃত করা হয়।

এসময় বিজয়ীদের বিশ্ববিদ্যালয়ের স্মারক উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাবসহ বিভিন্ন ক্লাবের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুয়েটে ১ সেপ্টেম্বর  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫’।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশে ২৭৩ জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতি
বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী প্রযুক্তি মেলা 
গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী ও আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত
৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন
এডিবির স্বাধীন মূল্যায়নে বাণিজ্য অর্থায়নের সাফল্য তুলে ধরা হয়েছে
স্পেনে বন্যাদুর্গত অঞ্চলের নেতার পদত্যাগের ঘোষণা
গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প
চট্টগ্রামকে টেকসই পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: চসিক মেয়র 
১৮ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের মিশন দক্ষিণ আফ্রিকার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রথম দফায় ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
১০