বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে কুয়েটে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৮
কুয়েট উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী আজ বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : বাসস

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠাবার্ষিকী ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুয়েট উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও আইইপিটি’র পরিচালক প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম ইকরামুল হক।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবসে আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণকারী হলসমূহের মধ্য থেকে সেরা র‌্যালির স্থান করে নেওয়া রোকেয়া হল (প্রথম), শহীদ স্মৃতি হল (দ্বিতীয়) ও ফজলুল হক হলকে (তৃতীয়) পুরস্কৃত করা হয়।

এসময় বিজয়ীদের বিশ্ববিদ্যালয়ের স্মারক উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাবসহ বিভিন্ন ক্লাবের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুয়েটে ১ সেপ্টেম্বর  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫’।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
১০