জুলাই সনদের বিষয়ে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারের

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৮
ছবি : বাসস

খুলনা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নতুন বাংলাদেশ গড়তে জুলাই সনদের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, সকল ইসলামী ও সমমনা দলের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ঐক্য গড়ে তোলার সম্ভবনা তৈরি হয়েছে। তাই, জুলাই সনদের ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

খুলনার ডুমুরিয়া উপজেলায় দিনব্যাপী জনসংযোগকালে পৃথক পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন বাংলাদেশে আর ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অবিচার, নিপীড়ন, জোরপূর্বক গুম বা হত্যাকাণ্ড থাকবে না। বাংলাদেশ হবে সাম্য, ঐক্য, ন্যায়বিচার ও ন্যায্যতার দেশ; যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই সমান অধিকার ভোগ করবে।

খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম পরওয়ার বলেন, আগের ফ্যাসিবাদী সরকার দেশের আলেম ও ধর্মীয় নেতাদের ভয়াবহ নিপীড়ন ও নির্যাতন করেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জামায়াত, হেফাজত ও চরমোনাইয়ের হাজার হাজার আলেম ও নেতাদের বছরের পর বছর ধরে কারাগারে আটকে রেখে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালিয়েছে। তৎকালীন সরকার চিকিৎসার নামে ইচ্ছাকৃতভাবে আল্লামা সাঈদীকে হত্যা করেছে বলেই দেশের মানুষ  বিশ্বাস করে। 

জামায়াত সেক্রেটারি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে আলেম, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ভূখণ্ডে পরাধীন ও কর্তৃত্ববাদী শক্তির আধিপত্য চিরতরে বন্ধ করতে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।

খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে জনসভা দু’টি অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
সরকার উৎখাতের ষড়যন্ত্র : বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কারাগারে
আউট সোর্সিং নীতিমালা-২০২৫ মেনে চলার আহ্বান কর্মচারী ঐক্য পরিষদের
অসহিষ্ণুতা কাটিয়ে মনুষ্যত্ব অর্জনই হোক আমাদের অঙ্গীকার : তারেক রহমান
জাকের-শামীমের ব্যাটিংয়ে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৯ রান
শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে অর্থদণ্ড ও হাইড্রলিক হর্ন জব্দ
বাংলামোটরে মিছিল : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী কারাগারে
গাজা সিটি ছেড়েছে আড়াই লক্ষাধিক বাসিন্দা : ইসরাইলি সেনাবাহিনী
নির্বাচিত হলে দুই মাসে গ্যাস সুবিধা পাবে নাটোর : দুলু
জুলাই সনদের বিষয়ে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারের
১০