পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৫

চট্টগ্রাম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার জলুয়ার দিঘীরপাড় এবং উপজেলার গৈড়লার টেক এলাকায় দেড় ঘণ্টার ব্যবধানে এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম জানান, দুপুর আড়াইটার দিকে উপজেলার জলুয়ার দিঘীরপাড় এলাকায় পূরবী পরিবহনের একটি চেয়ারকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টাইলস বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে পিকআপ চালক আবদুল কাদের (৪২) ঘটনাস্থলেই মারা যান। তিনি নোয়াখালী জেলার মুহাম্মদ কিবরিয়ার ছেলে। দুর্ঘটনার পর বাসটি পুলিশ জব্দ করেছে।

এর আগে দুপুর পৌনে ১টায় উপজেলার গৈড়লার টেক এলাকায় লেগুনার চাপায় নিহত হন শের মোহাম্মদ (৬০) নামে এক কৃষক। তিনি ওই এলাকার মৃত আবদুল হামিদের ছেলে।

স্থানীয়সূত্রে জানা যায়, জমিতে কাজ করতে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় লেগুনার চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ‘দুটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পূরবী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
১০