মাগুরায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬

মাগুরা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : যাত্রীবাহী বাসের ধাক্কায় ফজলুর রহমান (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাগুরা জেলা শহরের একতা কাঁচা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাশিয়াড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মাগুরা শহরের পিটিয়াপাড়ায় নিজ বাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফজলুর রহমান জামরুলতলা বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় চাল, কাঁচামরিচ ও ডিম কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় একতা কাঁচা বাজার এলাকায় মটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। 

মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, নিহতের মরদেহ হাসপাতালের অস্থায়ী লাশঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
১০